বাইসাইকেলের ঐতিহ্য আঁকড়ে ধরে রেখেছে জীবননগর উপজেলার উথলী স্বদিচ্ছা সংঘের সদস্যরা। প্রতিবছরে বাইসাইকেলে করে ঐতিহাসিক বিভিন্ন স্থান ভ্রমণ করে এই সংঘের সদস্যরা।
এবার”স্মার্ট ফোনের গেম খেলা বন্ধ করি,দক্ষ যুবসমাজ গড়ে তুলি”
এই স্লোগানে ১৭ তম বাইসাইকেল র্যালি করেছে এই সংঘ।
স্মার্ট ফোনের গেম খেলার আসক্তি কমিয়ে লেখাপড়া ও খেলাধুলায় মনোনিবেশ করে দক্ষ যুব সমাজ গঠনের জন্য জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে এই বাইসাইকেল শোভাযাত্রা করা হয়।এতে প্রায় অর্ধশতাধিক বাইসাইকেল অংশ নেয়।
বাইসাইকেল শোভাযাত্রা টি গতকাল শুক্রবার সকাল ৮ টায় উথলী মাধ্যমিক বিদ্যালয় থেকে উথলী ইউনিয়নের সহ জীবননগর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে এশিয়ার বৃহত্তর কৃষি খামার দত্তনগর কুশোডাঙ্গা বট গাছের নিচে শেষ হয়।
বিভিন্ন স্লোগানে ২০০৫ সাল থেকে প্রতি বছর আশেপাশের বিভিন্ন স্থানে বাইসাইকেলে ভ্রমণ করেন এই সংঘের সদস্যরা।