আর্ন্তজাতিক ডেস্ক: শ্রীলঙ্কায় চলমান সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে এক বিক্ষোভকারী নিহত হয়েছেন। কয়েক সপ্তাহ ধরে চলমান এই বিক্ষোভের মধ্যে আজ মঙ্গলবার প্রথম কোনো বিক্ষোভকারী পুলিশের গুলিতে মারা গেছেন। এছাড়াও এ ঘটনায় কমপক্ষে আরও ১০ ব্যক্তি আহত হয়েছেন।
ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, তেলের ঘাটতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রামবুক্কানাতে একটি মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এ সময় তাদের হটাতে পুলিশ গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
এর আগে গতকাল দেশটির চিকিৎসকরা ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতিরে কারণে বিক্ষোভ করেছিলেন। এদিকে দেশটির প্রেসিডেন্ট ক্ষমতা না ছেড়ে নতুন করে ১৭ সদস্যের মন্ত্রীসভা গঠন করেছেন। যদিও দেশটির সাধারণ মানুষ এখন আর বর্তমান সরকারকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন না।