আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর ডাউনিং স্ট্রিটের কার্যালয় সাইবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে একাধিকবার। বিষয়টি দেশটির বরিস জনসনকেও জানানো হয়েছিল। টরন্টো ইউনিভার্সিটির সিটিজেন ল্যাবের একটি প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।
২০২০ থেকে ২০২১ সালের মধ্যে এসব স্পাইওয়্যার হামলা চালানো হয়েছে। ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাত থেকে ডাউনিং স্ট্রিটে সাইবার হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, ভারত ও সাইপ্রাস থেকে যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ কার্যালয়েও সাইবার হামলা চালানো হয়েছে। তবে কারা এতে ক্ষতিগ্রস্ত হয়েছে তা নির্দিষ্ট করে জানাতে পারেনি সিটিজেন ল্যাব।আইওএস বা অ্যান্ড্রয়েড দ্বারা পরিচালিত হয় এমন ফোন হ্যাক করতে সক্ষম হ্যাকিং সফটওয়্যার পেগাসাস।