আর্ন্তজাতিক ডেস্ক: আল আকসায় রমজান মাসে ফিলিস্তিনিদের ওপর শুরু হওয়া ইসরায়েলের আগ্রাসন থামাতে কূটনৈতিক উদ্যোগ নিয়েছেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ ১১।
সোমবার জর্ডানের বাদশাহ এবিষয়ে দুবাইয়ের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ, মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি, ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে যোগাযোগ করেছেন। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এই আলাপে তিনি, মসজিদুল আকসায় ইসরায়েলের সবধরনের আগ্রাসন বন্ধের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি জানিয়েছেন, ইসরায়েলের রাষ্ট্রদূতকে ডেকে আল আকসায় ফিলিস্তিনিদের ওপর চালানো হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জর্ডান।
আগামী বৃহস্পতিবার আল আকসায় ইসরায়েলের অবৈধ পদক্ষেপ ঠেকাতে আরব লিগ কমিটির বৈঠকও ডেকেছে জর্ডান।
সূত্র: আরব নিউজ