আর্ন্তজাতিক ডেস্ক: মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় একটি সাময়িক অভিবাসী বন্দিশিবির থেকে পাঁচশ’র বেশি রোহিঙ্গা বন্দি পালিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মালয়েশিয়ার পেনাঙ রাজ্যের ওই বন্দিশিবিরে দাঙ্গা ছড়িয়ে পরার পর ৫২৮ রোহিঙ্গা বুধবার ভোরে পালিয়েছিল। শিবির থেকে পালানোর সময় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগতির গাড়ির নীচে চাপা পড়ে ছয় রোহিঙ্গা মারা গেছেন। তাদের মধ্যে দুই নারী ও দুইজন শিশুও রয়েছেন।
এক স্থানীয় বাসিন্দা জানিয়েছে, রাস্তা জুড়ে মরদেহ পড়ে আছে। তিনি বলেন, ‘এটা খুবই দুঃখের দৃশ্য, এভাবে নিষ্পাপ প্রাণগুলো ঝরে গেল।’
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বন্দিশিবির থেকে পালানো ৮৮ জনকে ধরেছে গ্রামের বাসিন্দারা। আর ৩৮২ জনকে সকাল ১০টার মধ্যেই আটক করেছে পুলিশ। বাকিদের ধরতে এখনও কাজ করছে পুলিশ, সাথে ওই বন্দিশিবির এলাকায়ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
সূত্র: আল জাজিরা