আর্ন্তজাতিক ডেস্ক: ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগ এনেছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তোশাখানার উপহার বিক্রির এই প্রসঙ্গ গেছে ইসলামাবাদ হাইকোর্টেও। তাই বিচারপতি মিঞা গুল হাসান নির্দেশনা দিয়েছেন, যে তোশাখানার উপহার নিয়েছেন তার বাড়ি থেকে সেটা নিয়ে আসুন।
ইমরান খানের নাম উল্লেখ না করেই বিচারপতি হাসান বলেন, ‘মানুষ যায় আর আসে কিন্তু কিন্তু প্রধানমন্ত্রীর পদটা ঠিক তার জায়গাতেই থাকে। তাই প্রধানমন্ত্রীর উপহার কেউ বাড়ি নিয়ে যেতে পারেন না।’তিনি আরও বলেন, ‘কেবল উপহার গ্রহণ নয়, মানুষের করের টাকায় অন্য রাষ্ট্রপ্রধানদেরও উপহার দেওয়া হয়। তাই রাষ্ট্রীয় উপহারকে জনগণের সম্পদ হিসেবেই বিবেচনা করতে হবে।’
এসময় রাষ্ট্রীয় উপহার নিজের কাছে রাখলে তোশাখানায় একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিতে হবে, এই নীতিরও বিরোধীতা করেন ওই বিচারক।
সূত্র: জিও নিউজ