২০২৫ সাল পর্যন্ত কানাডার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকবেন জাস্টিন ট্রুুডো। এ বিষয়ে ক্ষমতাসীন লিবারেল পার্টির সঙ্গে বিরোধী বামপন্থি নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) একটি সমঝোতায় এসেছে। এর ফলে আরও তিন বছর ট্রুুডোর ক্ষমতায় থাকার বিষয়টি পরিষ্কার হলো।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক বিবৃতিতে জানিয়েছেন, এই সমঝোতার ফলে বর্তমান সংকটময় পরিস্থিতিতে সরকারের স্থায়িত্ব নিয়ে আর কোনো সংশয় থাকলো না। তার সরকার কানাডার মানুষের জন্য কাজ করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন ট্রুডো। ২০২৫ সালের ২৫ অক্টোবর কানাডার পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
তবে বিরোধী রাজনীতিকদের অভিযোগ, এটা ট্রুডোর ক্ষমতা দখলের চেষ্টা ছাড়া আর কিছু নয়। বিরোধী রক্ষণশীল দলের নেতারা বলেছেন, কানাডার মানুষ ট্রুডোর এভাবে ক্ষমতা দখলের প্রয়াস দেখে বিরক্ত।
সবচেয়ে বড় দল হওয়ার পরেও গত সেপ্টেম্বরে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি ট্রুডোর দল। এই অবস্থায় বামপন্থিদের সমর্থন নিয়েই ট্রুডোকে ক্ষমতায় থাকতে হচ্ছে। বামপন্থি এনডিপি সরকারে থাকবে না। তবে তাদের সঙ্গে ট্রুডোর দলের যে সমঝোতা হয়েছে, সেখানে অন্যতম শর্ত হলো, সরকার ওষুধ ও ডেন্টাল কেয়ার পরিকল্পনা রূপায়ণ করবে।
ট্রুডো জানিয়েছেন, বাজেট বা কোনো আইন নিয়ে এনডিপি ভেটো দেবে না। দুই দল একসঙ্গে কাজ করবে। তিনি বলেন, আমরা কী কী বিষয়ে একমত হয়েছি, তার উপরই জোর দেওয়া হবে। আমরা যে বিষয়ে একমত হতে পারিনি, তার ওপর নয়।
এনডিপি নেতা জগমিত সিং জানিয়েছেন, এই সমঝোতা টিকিয়ে রাখার বিষয়ে তিনি আশাবাদী। তবে লিবারেল পার্টি যদি শর্ত না মানে, তাহলে সমঝোতাও আর থাকবে না।
সূত্র : পলিটিকো, ডয়েচে ভেলে