• রবিবার, ০৫ মে ২০২৪, ১১:২৪ অপরাহ্ন

ওয়াইপার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব গ্রহণ করল বিডা

অর্থকণ্ঠ ডেস্ক / ১৮৫ ভিউ
আপডেট সময়: মঙ্গলবার, ৭ জুন, ২০২২

ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সির (ওয়াইপা) দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিডা।
এর আগে গত ২৮ মার্চ সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সির (ওয়াইপা) স্টিয়ারিং কমিটির একটি হাইব্রিড বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিডাকে ২০২২-২৩ মেয়াদের জন্য দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। তার পরিপ্রেক্ষিতেই বিডা’র নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) ও ভারপ্রাপ্ত নির্বাহী চেয়ারম্যান মোহসিনা ইয়াসমিন ওয়াইপার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।

তিনি স্টিয়ারিং কমিটিকে বলেন, বাংলাদেশ উচ্চ প্রবৃদ্ধির অর্থনীতির দেশ হিসেবে নিজেকে প্রমাণ করে কৌশলগত খাতে বিনিয়োগের বিভিন্ন সুযোগ তৈরি করছে। বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারি সত্ত্বেও বাংলাদেশ ২০২৬ সালের মধ্যে ৫০০ বিলিয়ন ডলারের অর্থনীতির দেশ হিসেবে আবির্ভূত হবে। তিনি আরও বলেন, বিডা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পালনের ক্ষেত্রে বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা অর্জনের দিকে মনোনিবেশ করবে। বিশেষ করে সদস্য দেশগুলোর সক্ষমতা বৃদ্ধি ও তথ্য আদান-প্রদানসহ সার্বিক সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে। এছাড়াও বিডা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শক্তিশালী এবং কাঠামোগত নেটওয়ার্কিং স্থাপন ও প্রাইভেট সেক্টরগুলোর মধ্যে সংযোগ তৈরির কাজ করে যাবে।
এসময়ে তিনি স্টিয়ারিং কমিটির একজন সক্রিয় সদস্য হওয়ায় বিডা’র পক্ষ থেকে ওয়াইপার কার্যক্রমকে সমুন্নত রাখার প্রতিশ্রুতি দেন।
প্রসঙ্গত, এই নিয়োগের মাধ্যমে বিডা’র নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ওয়াইপার স্টিয়ারিং কমিটির সদস্য হয়েছেন। অর্থকণ্ঠ ডেস্ক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর