বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার-২০২১ পেয়েছেন রবীন্দ্র গবেষক ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. আতিউর রহমান। গত ১০ এপ্রিল একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এই পুরস্কার প্রদান করা হয়।
বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃৃতা করেন মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।
সেলিনা হোসেন বলেন, বাংলাদেশে রবীন্দ্রচর্চার বিভিন্ন ধারার মধ্যে রবীন্দ্রনাথের আর্থসামাজিক দিক নিয়ে গবেষণা গুরুত্বপূর্ণ। আতিউর রহমান এই ধারার একজন পথিকৃৃৎ গবেষক। তার কিছুু গ্রন্থে মানববাদী রবীন্দ্রনাথের তৃণমূল লগ্নতা এবং পূর্ববঙ্গে আতিউর রহমান দরিদ্রবান্ধব পদক্ষেপের পরিচয় অনুসন্ধানী দৃষ্টিতে উপস্থাপন করেছেন।
উল্লেখ্য, রবীন্দ্র গবেষণা এবং রবীন্দ্রসংগীত চর্চায় জীবনব্যাপী অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি ২০১০ সাল থেকে ‘রবীন্দ্র পুরস্কার’ প্রবর্তন করে। ড. আতিউর রহমানসহ এ পর্যন্ত ২৪ গুণী ব্যক্তি এ পুরস্কার পেয়েছেন।
পরে পুরস্কারপ্রাপ্ত লেখক ও শিল্পীর হাতে পুষ্পস্তবক, সনদ, সম্মাননা-স্মারক ও পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকার চেক প্রদান করা হয়। অর্থকণ্ঠ প্রতিবেদক