আর্ন্তজাতিক ডেস্ক: ন্যাটোর সদস্য পদের বিষয়ে পার্লামেন্টে তর্কে-বিতর্কে যাচ্ছে ফিনল্যান্ড, সুইডেনেও সদস্য পদ নেওয়ার বিষয়টি আলোচনাধীন। ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে আগেই দেশ দু’টিকে সতর্ক করেছিল রাশিয়া। তবে সেই হুশিয়ারী কানে না তোলায় আবারও হুমকি দিয়েছে মস্কো।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ন্যাটোতে যোগ দিলে তার পরিণতি কী হবে সে বিষয়ে ফিনল্যান্ড ও সুইডেনকে দ্বিপাক্ষি কূটনৈতিক পথে সতর্ক করা হয়েছে।তিনি বলেন, ‘দ্বিপাক্ষি চ্যানেলের মাধ্যমে আমরা আমাদের সব ধরনের সতর্কতাই পৌঁছে দিয়েছি। তারা এটা জানে, তাদের এ বিষয়ে অবাক হওয়ার কিছু নেই। তাদের সবকিছুর বিষয়েই জানানো হয়েছে।’
ন্যাটো যোগ দেওয়া বন্ধ করতেই ইউক্রেনে সেনা অভিযান পরিচালনা করছে রাশিয়া। এর মাঝে ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটো যোগ দেওয়ার চেষ্টা পরিস্থিতি আরও অস্থিতিশীল করে তুলছে।
সূত্র: বিবিসি