নিউ ইয়র্কে হোম কেয়ার সার্ভিসে জনপ্রিয় ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বারী হোম কেয়ার। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে হোম কেয়ার ব্যবসার ক্ষেত্রে লিড এফআই প্রদানের জন্য নিউ ইয়র্ক ডিপার্টমেন্ট অব হেলথ সব হোম কেয়ার এজেন্সির কাছ থেকে আবেদন গ্রহণ করেছিল। সেসময় প্রায় ৪০০ হোম কেযার এজেন্সির মধ্য থেকে নিউ ইয়র্ক স্টেট মাত্র ৬৫টি হোম কেয়ার এজেন্সিকে প্রাথমিকভাবে বাছাই করে। এর ফলে অন্যান্য হোম কেয়ার এজেন্সির কাছ থেকে প্রতিবাদের ঝড় ওঠে। অনেক আলোচনার পর ৮ এপ্রিল সিনেটে আইন পাস করা হয় যে, ২০২০ সালের ১ থেকে ৩ জানুয়ারির মধ্যে যে সব হোম কেয়ার এজেন্সিতে ২০০ ক্লায়েন্টকে সার্ভিস দেয়া হয়েছে তাদের লিড এফআই প্রদান করা হবে। ফলস্বরূপ আরও বেশ কিছু হোম কেয়ার এজেন্সি লিড এফআই হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার গৌরব অর্জন করেছে। এক্ষেত্রে বাংলাদেশি হোম কেয়ার এজেন্সি ‘বারী হোম কেয়ার’ অন্যতম।
নিউ ইয়র্কে হোম কেয়ার সার্ভিসে অত্যন্ত জনপ্রিয় এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বারী হোম কেয়ার, যা দীর্ঘ দিন ধরে কমিউনিটিতে অসুস্থ, শারীরিকভাবে চলাফেরায় অক্ষম এবং প্রবীণদের হোম কেয়ার সেবা দিয়ে আসছে নিষ্ঠা ও দক্ষতার সাথে। বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী টুটুল বলেন, ‘প্রায় অর্ধ যুগ ধরে হোম কেয়ার সেবা প্রদানে আমাদের পরিশ্রম এবং নিষ্ঠার ফসল আজকের এই অর্জন। নিউ ইয়র্ক স্টেট কর্তৃক লিড এফআই অর্জনের এই বিরল সম্মান আমাদের গ্রাহকদের ভবিষ্যতে আরও নিবেদিতপ্রাণ সেবা দিতে উদ্বুদ্ধ করবে।’ উল্ল্যেখ্য, বারী হোম কেয়ার নিউ ইয়র্ক স্টেটের আইন মেনে সহজ পদ্ধতিতে মেডিকেইড অনুমোদিত সিডিপেপ প্রোগ্রাম নিয়ে কাজ করে এবং হোম কেয়ার সার্ভিস প্রদান করছে। বারী হোম কেয়ার দ্রুত সময়ের মধ্যে হোম কেয়ার সেবা দেয়। আপনজনের সেবা করে ঘরে বসে অর্থ উপার্জনের জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বারী হোম কেয়ার।
এছাড়া বারী হোম কেয়ার চলমান কেস ট্রান্সফার করে, সর্বোচ্চ ঘন্টা এবং সর্বোচ্চ আয়ের নিশ্চয়তা প্রদান করে। জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রঙ্কস, ব্রুকলিন, ওজোন পার্ক, লং আইল্যান্ড, বাফেলোসহ বারী হোম কেয়ারের সব অফিস কমিউনিটিতে বয়স্ক এবং অক্ষমদের সর্বক্ষণ সেবা দিয়ে চলেছে। মেডিকেডের আওতাভুক্ত যে কেউ হোম কেয়ার সার্ভিস নিতে পারেন। প্রতিষ্ঠানটি কেয়ার গিভারের চাকরিও প্রদান করে। যোগাযোগ : ৭১৮-৮৯৮-৭১০০, ৭১৮-২৯১-৪১৬৩, ৬৩১-৪২৮-১৯০১। এদিকে করোনাকালীন সময়ে যুক্তরাষ্ট্রে বাঙালি কমিউনিটিতে আর্তমানবতার সেবায় নিবেদিতপ্রাণ অবদান রাখার জন্য কোভিড-১৯ অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন কমিউনিটির প্রিয়মুখ নিউ ইয়র্ক-বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট, রংপুর জেলা সমিতির প্রেসিডেন্ট ও বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী টুটুল।
মহামারি কোভিড-১৯ চলাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে যারা কমিউনিটির মানুষের পাশে দাঁড়িয়েছেন। সম্মিলিত সাংগঠনিক উদ্যোগ কিংবা ব্যক্তিগতভাবে ছুুটে গিয়েছেন সাহায্যপ্রার্থীদের কাছে- তাদের প্রতি সম্মাননা জানাতে ব্রুকলিন বোরো প্রেসিডেন্ট এই অ্যাওয়ার্ড দেন। করোনাকালীন সময়ে নিজ অর্থায়নে করোনায় মৃত্যুবরণকারীদের জন্য মৃৃতদেহ দাফনের ব্যবস্থা, ফ্রি কোভিড টেস্ট, হালাল খাবার সরবরাহ, অর্থ সহায়তা, ফ্রি রক্তদান কর্মসূচি এবং ফ্রি ফ্লু শট প্রদান কর্মসূচি পরিচালনার মাধ্যমে কমিউনিটির মানুষের প্রতি নিঃস্বার্থ সেবার হাত বাড়িয়েছিলেন বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী টুটুল।