• শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন

পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন

অর্থকন্ঠ ডেস্ক / ৩২৩ Time View
Update : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল উদ্বোধন করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। গত ৪ এপ্রিল দুপুরে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন থেকে পরীক্ষামূলক এ ট্রেন চলাচল উদ্বোধন করা হয়।
পদ্মা সেতুর সড়কপথ চালুর ১০ মাসের মাথায় এবার প্রস্তুত রেলপথ। ৬ দশমিক ৬৮ কিলোমিটারের পদ্মা সেতুর রেলপথের কাজ এরই মধ্যে সম্পন্ন করেছেন প্রকৌশলীরা। ৪ এপ্রিল ৪১ কিলোমিটার রেলপথে পরীক্ষামূলকভাবে চলাচল করে ট্রেনটি।
প্রকৌশলীরা জানান, গত ২৯ মার্চ রেলপথের সবশেষ ৭ মিটার অংশের ঢালাই দেওয়ার মাধ্যমে কাজ সমাপ্ত হয়। এরপর ৩১ মার্চ বিকেলে প্রকৌশলীদের পরীক্ষায় পুরো সেতুতে ট্রেন চলার জন্য উপযোগী হয়ে উঠেছে বলে নিশ্চিত করা হয়।
প্রকৌশলীরা বলেন, বিশ্বমানের করে প্রস্তুত করা হয়েছে পদ্মা সেতুর রেলপথ। শত বছরেরও বেশি সময় টেকসই থাকবে রেলপথটি।
অনুষ্ঠানে পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, ইকবাল হোসেন অপু, নাহিম রাজ্জাক, আব্দুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।
অর্থকণ্ঠ ডেস্ক


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category