নিউইয়র্ক-বাংলা ডেস্ক:
‘জাগো নারী ফাউন্ডেশন’কর্তৃক আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উপলক্ষ্যে বিষয় ভিত্তিক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হীত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যাবসায়ী জনাব মো. আব্দুস সোবহান। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের ভাইস প্রেসিড্যান্ট মুশতারী বেগম।সভায় আরো উপস্হিত ছিলেন জাগো নারী ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের
সন্মানিত সদস্য সৈয়দ আখতার পারভেজ , রোকসানা বেগম, নির্বাহী পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক শাহনাজ মঞ্জু ,দপ্তর সম্পাদক হালিমা বেগম, সাংস্কৃতিক সম্পাদক সিংগার রাশেদা রাশী ,সমাজ কল্যান সম্পাদক রাহেলা মুন্নী, হস্ত শিল্প সম্পাদক শিউলী বেগম ও এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গের সাথে সংগঠনের সাধারণ সদস্যবৃন্দ।
সুদুর আমেরিকা থেকে ‘জাগো নারী ফাউন্ডেশনের’ প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারম্যান নূর-উন-নাহার মেরী আন্তর্জাতিক নারী দিবস ২০২২ এর উপর বিশ্ব ব্যাপী নারীর উন্নয়ন ,অগ্রযাত্রা, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও বাংলাদেশের নারী জাগরণ বিশ্লেষণমূলক ভার্চুয়াল বক্তব্য রাখেন। তিনি বলেন, বাংলাদেশের নারীরা আজ উন্নয়নের মহাসড়কে দাঁড়িয়ে সাহসী যোদ্ধার মত বীর দর্পে এগিয়ে চলেছে বিজয়ের পথে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে পারিবারিক নির্যাতনের কবল থেকে বংলাদেশের নারীরা আজও মুক্ত হতে পারেনি। এসিড নিক্ষেপ ,ধর্ষণ ,যৌতুক , শারীরিক ও মানষিক নির্যাতনের শৃংখলে আবদ্ধ হয়ে দেশের দঃখিনী নারী সমাজ মানবেতর জীবন যাপন করছে। মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মানষকন্যার নিকট বিনীত অনুরোধ রেখে বলেন ‘আপনি পারিবারিক নির্যাতন বন্ধের দাবিতে সুনির্দিষ্ট আইনের প্রয়োগ কার্যকর করুন তবেই আন্তর্জাতিক নারী দিবস পালন সঠিক মর্যাদা পাবে, সফল ও সার্থক হবে বিশ্ব ব্যাপী নারী আন্দলনের এই মহান বারতা।