• রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:২২ পূর্বাহ্ন

অক্টোবরে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালে বাংলাদেশের প্রতিনিধি টিফা

রিপোর্টারের নাম : / ৭৯ ভিউ
আপডেট সময়: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

সৌন্দর্যের জয়জয়কার বিশ্বব্যাপী। গত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন অনেকেই আন্তর্জাতিক বিভিন্ন পরিমণ্ডলে। বিশ্বের সবচেয়ে বড় ৩টি সুন্দরী প্রতিযোগিতার ১টি- মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল এর দশম বার্ষিকীতে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন গাজীপুরের তৌহিদা তাসনিম টিফা।
আগামী অক্টোবর মাসে ইন্দোনেশিয়ায় সোনার মুকুটের লড়াইয়ে তৌহিদা তাসনিম টিফা ৬০টিরও বেশি দেশের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ২৫ অক্টোবর ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের বোগর রিজেন্সির সেন্টুল ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য গ্র্যান্ড ফিনালেতে দশটি মুকুট দেওয়া হবে।
আমাদের মিস গ্র্যান্ড বাংলাদেশ, টিফা, ২৪ বছর বয়সী। তিনি একজন আইন স্নাতক, মডেল, অভিনেত্রী এবং সামাজিক ন্যায়বিচারের আইনজীবী। তিনি সম্প্রতি নুরজাহান প্রজেক্টে (দরিদ্র শিশুদের পুষ্টি এবং শিক্ষার সংস্থান প্রদানের লক্ষ্যে একটি উদ্যোগ) অংশ নিয়ে সামাজিক অ্যাডভোকেসিতে ব্যাপকভাবে জড়িত হয়েছেন। টিফা মিস ইউনিভার্স বাংলাদেশ-এ সেরা দশে এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-এ রানার আপ ছিলেন। সুন্দরী প্রতিযোগিতায় সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ থেকে আসা সবচেয়ে শক্তিশালী প্রতিনিধি তিনি।
টিফা এবারের প্রতিযোগিতায় সম্ভাবনাময় প্রতিযোগী। যতগুলো গুণ থাকলে প্রতিযোগিতায় এগিয়ে থাকা যায়, টিফা সে সব গুণের অধিকারী।
তিনি গ্র্যান্ড প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত এবং মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের মুকুট পাওয়ার ব্যাপারে আশাবাদী। তিনি একজন মানবাধিকার কর্মী। তিনি বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্কে জড়িত। তিনি বিশ্বে শান্তি ও স্বাধীনতাকে অনুপ্রাণিত করতে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের ‘যুদ্ধ বন্ধ করুন’ প্রচারাভিযানে দৃঢ়ভাবে বিশ্বাস করেন। আগামী ৩ অক্টোবর ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হবেন টিফা।
মিস গ্র্যান্ড বাংলাদেশ ফ্র্যাঞ্চাইজ করেছেন মিস বাংলাদেশ ইউএস অর্গানাইজেশনের জাতীয় পরিচালক হিয়াম হাফিজউদ্দিন। হিয়াম হাফিজউদ্দিন একজন জনসংযোগ কৌশলবিদ, মিস বাংলাদেশ ইউএস-এর প্রতিষ্ঠাতা, প্রথম বাংলাদেশি মিস ওয়ার্ল্ড আমেরিকা ফাইনালিস্ট এবং ২০ বছর পর ২০১৫ সালে বাংলাদেশে মূলধারার প্রতিযোগিতা ফিরিয়ে আনার অগ্রপথিক।
মিস বাংলাদেশ ইউএসএ অর্গানাইজার হিয়াম হফিজউদ্দিন-এর সাথে শিকাগোতে কথা হয়, হিয়াম জানান, এবারে আমরা অনেক আশাবাদী। বাংলাদেশ মিস গ্ল্যান্ড ইন্টারন্যাশনাল-এর দশম আসরে ভালো করবে। এ বিষয়টি মিডিয়াতে তেমন আসেনি, বাংলাদেশ অনেক এগিয়ে গেছে তা অনেকেই জানেন না। টিফা সম্পর্কে হিয়াম জানান, টিফা বহুমাত্রিক সৌন্দর্যরূপে এ জন্ম নেয়া একজন অনন্য প্রতিভা। বাংলাদেশ অনেক কিছু প্রত্যাশা করে ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়ায় ৬০টি দেশের প্রতিযোগিতায় বাংলাদেশ সোনার মুকুট নিয়ে আসবে। টিফা ও হিয়াম দুজনেই এ রকম আন্তর্জাতিক প্রতিযোগিতায় সকলের সহযোগিতা কামনা করেন। হিয়ামই টিফাকে ইন্দোনেশিয়া পাঠাচ্ছে। হিয়াম হাফিজদ্দিন গ্র্যান্ড ইন্টারন্যাশনাল এর ফ্রাঞ্চাইজি ওউন করে। হিয়াম এর কোম্পানি টিফাকে ক্রাউন দিচ্ছে কম্পিটিশনে যোগ দিতে।
প্রোমোটর হিয়াম আরো জানান, মিডিয়া যদি বিষয়টি সঠিকভাবে সকলকে জানান দেয়, তাহলে প্রতিযোগী ও টিম ম্যানেজম্যান্ট অনুপ্রাণিত হবে। সোনার মুকুট প্রাপ্তিতে মিস গ্র্যান্ড বাংলাদেশের অভিযাত্রায় আগামী বছরগুলোতেও দেশ এগিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর