• রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন

শিশু সাহিত্যিক এখলাসউদ্দিন আহমদ স্মরণে বইয়ের অলঙ্করণ প্রতিযোগিতা

Reporter Name / ১০৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

একুশে পদক জয়ী শিশু সাহিত্যিক এখলাসউদ্দিন আহমদ স্মরণে এখলাসউদ্দিন আহমদ ট্রাস্ট এবং চাইল্ড সেন্ট্রিক ক্রিয়েটিভ সেন্টারের (ফোরসি) সহযোগিতায় ইএমকে সেন্টার আয়োজন করছে শিশুদের বইয়ের অলঙ্করণ প্রতিযোগিতা।

সদ্য সমাপ্ত ২০২২ সালের একুশে বইমেলায় প্রকাশিত শিশুতোষ বইয়ের প্রচ্ছদ বা অলঙ্করণ প্রতিযোগিতার জন্য জমা দেওয়া যাবে। ইএমকে সেন্টারের পক্ষ থেকে অলঙ্করণ করা বইয়ের লেখক প্রচ্ছদ শিল্পী ও প্রকাশকদের নমুনা জমা দেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

দেশ বরেণ্য লেখক ও শিল্পী দ্বারা নির্বাচিত সেরা তিনটি কাজকে যথাক্রমে ৩০ হাজার, ২০ হাজার এবং ১০ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে।

এছাড়াও তরুণ দু’জন শিল্পীকে তাদের কাজের স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট প্রদান করা হবে।

আগ্রহীরা এক কপি বই দ্রুত ইএমকে সেন্টারে পাঠাতে পারেন। অথবা অনলাইনে প্রচ্ছদসহ বইয়ের অন্তত ১০ পাতা জমা দিতে পারেন। অনলাইনে জমা দেয়ার ঠিকানা : https://forms.gle/nuKRtgnsjkPVHLrF9

আর সরাসরি বই পাঠাতে পারেন ইএমকে সেন্টারের এই ঠিকানায়- ইএমকে সেন্টার, মাইডাস সেন্টার, বাড়ি নং ৫, রোড নং ১৬ (পুরাতন ২৭)
ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

শিল্পকর্ম জমা দেয়ার শেষ তারিখ ২৮ মার্চ ২০২২।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category