মোহাম্মদ আলী খান বাবুল
আড়িয়াল বিল পদ্না ও ধলেশ্বরী নদীর মাঝখানে অবস্থিত ও মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত একটি অবভূমি। এটি দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে প্রাচীন ও বড় বিল। এই বিলের বেশিরভাগ এলাকাই শুষ্ক মৌসুমে আদ্র থাকে এবং বিলে যথেষ্ট পরিমাণ পানি সঞ্চিত থাকে। বর্ষায় পানিতে টইটুম্বুর থাকলেও শীতকালে এটি শস্য ক্ষেতে পরিনত হয়।
ধান চাষ করতে শ্রমিকের অভাবে ইদানীং অনেক জমিই খালি পরে থাকে। আর এই সুযোগে মাটি পাচারকারী সিন্ডিকেট শীতকালে ভেকু এবং শ্রমিক দিয়ে মাটি কেটে স্তুপ করে রাখে। বর্ষাকালে বড়ো বড়ো ইন্জিল চালিত নৌকা দিয়ে সেই মাটি নিয়ে ইটের ভাটা এবং অন্যান্য যায়গায় বিক্রি করে। এই মাটি শ্রমিকরা পানিতে ডুব দিয়ে নৌকায় উঠায়। দেখা যায় প্রতিটি নৌকায় প্রায় চল্লিশ পঞ্চাশ জন শ্রমিক এই কাজ করে। এই বিলে অনেকেরই জমি আছে যারা সরেজমিনে দেখতে যেতে পারেন না বিভিন্ন ব্যাস্ততার কারণে বা প্রবাসী হওয়ার কারণে। কেউ কেউ অনেকদিন পর দেখতে গিয়ে দেখতে পান যে তাদের জমি থেকে প্রচুর মাটি উধাও হয়ে গেছে। উল্লেখ্য যে এই বিল থেকে মাটি না কাটার সরকারি নির্দেশ রয়েছে। কিন্তু কে শোনে কার কথা?