এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে
দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার করেছে দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশ।এ সময় শিউলি আরা (২৬)নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করা হয়।শিউলির কোন সন্তান না থাকায় তিনি সংসার বাঁচাতেই ওই নবজাতককে চুরি করেন বলে জানান।২৪ ঘন্টায় দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ নবজাতক উদ্ধার করায় প্রশংসায় ভাসছে দিনাজপুরে পুলিশ বাহিনী। চুরি হওয়া ২২ ঘণ্টা পর শুক্রবার ১২ টার দিকে সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের জয়দেবপুর সাহা পাড়া এলাকা থেকে নবজাতক উদ্ধার করা হয়। নবজাতক চুরি করে গ্রেফতার হওয়া শিউলি ওই গ্রামের
মোস্তাফিজুর রহমানের স্ত্রী। খোঁজ নিয়ে জানা যায় শনিবার সকালে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন চিরিরবন্দর এলাকার আব্দুল লতিফের স্ত্রীর জায়েদা বেগুম (৩৬)। হাসপাতলে ভর্তি হওয়ার কিছুক্ষণ পর হাসপাতাল থেকে ৯ টার দিকে একটি মেয়ে সন্তান প্রসব করেন। স্বজনরা চলে গেলেও হাসপাতালে থেকে যান প্রস্তুতি ছোটবোন হাজেরা বেগম। দুপুরের দিকে হাসপাতালে চাদর পরিহিত এক নারীর সঙ্গে তাদের পরিচয় ঘটে এক পর্যায়ে তাদের মধ্যে ভাব জমে। দুপুরের খাবারের সময় ওই নারী শিশুটির দেখাশুনা করবে না জানিয়ে দুই বোনকে একসঙ্গে হাত ধোয়ার জন্য বাথরুমে পাঠিয়ে দিন। পরে তারা উভয়ে বাথরুম থেকে ফিরে এসে দেখেন নবজাতকসহ ওই নারী উধাও। ওই নারীকে খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ না মেলায় তিনটার দিকে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম শুরু করে। হাসপাতালে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তারা। নবজাতকের পরিবারের কথা ও সিসিটিভি ফুটেজ এর সূত্র ধরে পুলিশ ওই নারীকে খুঁজতে থাকে এবং আটক করা হয়।