চুয়াডাঙ্গায় অবৈধ যান আলমসাধু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র সহ দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে।
সোমবার রাত ৭ টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার কাঁঠালতলা বাজারের নিকট কানা পুকুর নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের কায়েস আলীর ছেলে রিফাত হোসেন (১৮) ও দামুড়হুদা উপজেলার আমডাঙ্গা গ্রামের ঈমান আলীর ছেলে লাল্টু মিয়া(২২)।
স্থানী সূত্রে জানা যায়, আরএফএল কোম্পানির একটি আলমসাধু গাড়ি চুয়াডাঙ্গা থেকে দর্শনার উদ্দেশ্যে যাচ্ছিল। সোমবার রাত সাত টার দিকে দামুড়হুদা উপজেলায় কাঁঠাল তলা বাজারের নিকট অবস্থিত কানা পুকুর নামক স্থানে মোটরসাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী লাল্টু মিয়া ঘটনাস্থলেই মারা যায়।
সংবাদ পেয়ে দর্শনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিফাত হোসেন এর মৃত্যু হয়।
দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা.তরিকুল ইসলাম বলেন, দূর্ঘটনায় আহত রিফাত হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহত মানিকের চিকিৎসা চলছে তবে সে এখন শঙ্কামুক্ত।