মোহাম্মদ আবদুল্লাহ চুয়াডাঙ্গা থেকে
দীর্ঘ ১৮ বছর পর চুয়াডাঙ্গায় সম্পন্ন হলো জীবননগর উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন। সোমবার সকালে উপজেলা শহরের ইক্ষু ক্রয়কেন্দ্রের মাঠে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। তিনি তার বক্তব্যে বলেন, ‘দল ও দেশের স্বার্থে কর্মীদের মধ্যে কোন প্রতিহিংসা চলবে না। সকলের মধ্যে প্রতিযোগীতা থাকবে। সুস্থ প্রতিযোগীতা। কে বেশী মানুষের সমর্থন পাবে, কে বেশী দলের জন্য ত্যাগী থাকবে সে প্রতিযোগীতা স্বাভাবিক। কিন্তু নিজেদের মধ্যে প্রতিহিংসা ধ্বংস ডেকে আনে।’
অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষনা করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এরপর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজাদুল ইসলাম, সহ-সভাপতি ও ২ আসনের সাংসদ আলী আজগার টগর, যুগ্ম সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা ও সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত সম্পাদক নজরুল ইসলাম।