নিউইয়র্ক বাংলা ডেস্ক, ওয়াশিংটন ডি.সি:
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে রবিবার সকালে ওয়াশিংটন পৌঁছার পর বিকালে বাংলাদেশ দূতাবাসে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় যুক্তরাষ্ট্র সফররত প্রতিনিধিদলের সদস্যগণ এবং দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পররাষ্ট্রমন্ত্রী প্রতিনিধিদলের সদস্য ও দুতাবাস কর্মকর্তাদের সাথে দুদেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে অনুষ্ঠিতব্য বৈঠকের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এর আগে সকালে পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটন আইএডি বিমানবন্দরে পৌঁছলে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম তাঁকে স্বাগত জানান।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তিতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনের সঙ্গে ড. মোমেনের দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিবেন ড. মোমেন। যুক্তরাষ্ট্র সফরকালে পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইউএসএআইডি-এর এ্যাডমিনিস্ট্রেটর, যুক্তরাষ্ট্রের কয়েকজন সিনেটর ও কংগ্রেসম্যান এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠকের কথা রয়েছে। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক বিষয়ক কয়েকটি সেমিনারেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া ৭ এপ্রিল ফ্লোরিডার মায়ামিতে স্থাপিত বাংলাদেশ কন্সুলেট জেনারেলের চ্যান্সারি ভবন উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী