• রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

ব্রঙ্কসে বারী সুুপার মার্কেট রেস্টুরেন্ট ও হোম কেয়ারের উদ্বোধন

Reporter Name / ২০১ Time View
Update : রবিবার, ৮ মে, ২০২২

নিউ ইয়র্কের ব্রঙ্কসে বাঙালি মালিকানায় বারী সুপার মার্কেট, রেস্টুরেন্ট ও বারী হোম কেয়ারের গ্র্যান্ড ওপেনিং হয়েছে গত ১৮ মার্চ শুক্রবার বিকেলে। এদিন ব্রঙ্কসের ১৪১২ ক্যাসেল হিল এভিনিউ এলাকায় এই মাল্টি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলের। অনুষ্ঠানে বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া মিলাদ ও দোয়া পরিচালনা করেন।

বারী হোম কেয়ারের প্রেসিডেন্ট আসেফ বারী টুটুল ও চেয়ারপারসন হাসিনা মুনমুন বারী নিউ ইয়র্ক স্টেট সিনেটর লুইস সেপুলভিদা, এসেম্বলিওম্যান কারিনাজ রেইজ, মেয়র অফিসের প্রতিনিধিসহ কমিউনিটি নেতৃবৃন্দকে নিয়ে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট গিয়াস আহমেদ, হারুন ভূইয়া, মোহাম্মদ এন মজুমদার, আব্দুস শহীদ, ফাহাদ সোলায়মান, মোহাম্মদ এন মজুমদার, আব্দুস শহীদ, জামাল হুসেন, আলমগীর খান আলম, আহসান হাবিব, সামাদ মিয়া জাকের, মো.খলিলুর রহমান, নূরে আলম জিকু।

অনুষ্ঠানে বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী টুটুল বারী হোম কেয়ারের সফল যাত্রা এবং ক্রমবর্ধমান প্রসারে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী পথচলায়ও তাদের পাশে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, একই ছাদের নিচে এখানে গ্রোসারি, রেস্টুুরেন্ট, পার্টি হল ও হোম কেয়ার সেবা চালু করতে পেরে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category