তথ্যপ্রযুক্তিবিদদের আন্তর্জাতিক সংগঠন ইনফরমেশন সিস্টেম অডিট অ্যান্ড কন্ট্রোল অ্যাসোসিয়েশন (আইসাকা) ঢাকা চ্যাপ্টারের ২০২২-২৩ মেয়াদের নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ড. ইজাজুল হক সভাপতি এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুশফিকুর রহমান সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
১৪ সদস্যের বোর্ডের অন্যান্য সদস্য হলেন: মোহাম্মদ ইকবাল হোসাইন (সদ্য সাবেক সভাপতি), মোহাম্মদ আবুল কালাম আজাদ (সেক্রেটারি), আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস (জয়েন্ট সেক্রেটারি), সাইদ মোহাম্মদ ইমতিয়াজ মুর্শেদ (ডিরেক্টর এটলার্জ), মো: সানোয়ার হোসাইন (ট্রেজারার), মাহবুবুল আলম (ডিরেক্টর কমিউনিকেশন), জি.এম ফারুক আহমেদ (ডিরেক্টর মেম্বারশিপ), মো: জাহাঙ্গীর আলম (ডিরেক্টর সিসা), এ.বি.এম শাখাওয়াত হোসাইন (ডিরেক্টর সিজম), ফাহিমা খানম (ডিরেক্টর আইটি গভর্নেন্স), মো: মোর্সেদ আলম (ডিরেক্টর মার্কেটিং),
হাসান আল মনসুর (ডিরেক্টর একাডেমিক রিলেশন)।
উল্লেখ্য, গত দুই বছর দেশে ৬৬ জন পেশাজীবী আইসাকার ইনফরমেশন সিস্টেমস অডিট, ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজার, রিস্ক অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস কন্ট্রোল, ডাটা প্রাইভেসি সলিউশন ইঞ্জিনিয়ার বিষয়ক সনদ অর্জন করছেন। আইসাকা ঢাকা চ্যাপ্টার সদস্যদের জন্য ৩০ ঘন্টারও বেশি কন্টিনিউয়াস প্রফেশনাল প্রোগ্রাম (সিপিই) সেমিনার সম্পন্ন করেছে। এছাড়াও আইসাকা ঢাকা চ্যাপ্টার পেশাজীবীদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য সমসাময়িক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে কর্মশালা, প্রশিক্ষণ এবং সেমিনারের আয়োজন করেছে।
বিশ^ব্যাপী তথ্যপ্রযুক্তি নিরাপত্তা ও অডিটের বিভিন্ন স্ট্যান্ডার্ড প্রণয়নে কাজ করে আসছে সংগঠনটি। বাংলাদেশসহ ১৮০টি দেশের এক লাখ ৪৪ হাজারের বেশি পেশাজীবী এই সংগঠনের সঙ্গে যুক্ত।