• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:১১ অপরাহ্ন
সর্বশেষ খবর
Банда казино рабочее зеркало Банда Казино – как начать играть? Banda casino официальный сайт: бонусы, игровые автоматы в казино Банда Как Вывести Деньги Драгон Мани? Казино Драгон Мани Зеркало Банда Казино – официальный сайт Банда казино онлайн Общий обзор Банда Казино Отзывы Банда Казино – Мнения и Отклики от Реальных Игроков Banda Casino Обзор популярных игр в Banda Casino: Зеркало Банда Казино | Halostar Marketing Kometa casino официальный сайт: бонусы, игровые автоматы в казино Комета Казино Комета официальный сайт онлайн. Зеркало казино Kometa. Личный кабинет, вход, регистрация Как получить бонусы в Комета Казино? Онлайн Казино Банда. Зеркало Казино Banda. Личный Кабинет, Регистрация, Игровые Автоматы Банда Казино Мобильная Версия Официальный Сайт Banda Casino Банда Казино Мобильная Версия Официальный Сайт Banda Casino Banda Casino Зеркало – Рабочие Зеркало На Сегодня Банда Казино Онлайн Казино Банда. Зеркало Казино Banda. Личный Кабинет, Регистрация, Игровые Автоматы Банда Казино – Вход На Сайт, Личный Кабинет, Бонусы За Регистрацию, Лучшие Слоты На Деньги И Бесплатно В Демо-Режиме Banda Casino Зеркало – Рабочие Зеркало На Сегодня Банда Казино Банда Казино Мобильная Версия Официальный Сайт Banda Casino Играй В Уникальном Стиле: Комета Казино Ждет Тебя! Комета Казино Мобильная Версия Официальный Сайт Kometa Casino Онлайн Казино Комета. Зеркало Казино Kometa. Личный Кабинет, Регистрация, Игровые Автоматы Kometa Casino Зеркало ᐈ Вход На Официальный Сайт Комета Казино Игровые автоматы бесплатно лягушка Комета Казино Kings Jester Slot Geben Eltern jetzt jenes Erreichbar-Runde kostenfrei Gambling establishment Deposit Possibilities Local casino Banking Tips Australian continent GameTwist unsrige Erfahrungen via unserem Social Spielbank JackpotPiraten Free Spins, 2 Aktionen and 50 Freispiele На каких условиях играть на официальном сайте ап икс официальный сайт на real money с выводом Каким образом играть на гемблинговой веб-площадке казино вавада в платном режиме с возможностью выплат Как играть в cazino Friends на настоящие средства с дальнейшим обналичиванием Best Zimpler Casinos 2024 Gambling establishment Internet sites with Zimpler Repayments Bitcoin 1xbet app for android Local casino Incentives: All you need to Know Suprarenin Zweck & Krankheiten

কারি ইন্ডাস্ট্রির সংকট মোকাবেলায় দরকার সমন্বিত উদ্যোগ

অর্থকণ্ঠ ডেস্ক / ৭১ ভিউ
আপডেট সময়: শনিবার, ১৮ জুন, ২০২২

ব্র্র্রিটেনে বাংলাদেশি কারি শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ( বিসিএ) তাদের তৃতীয় অ্যাপ্রিসিয়েশন ডিনার অনুষ্ঠানের আয়োজন করে।
সম্প্রতি লন্ডনের হিথরো এয়ারপোর্ট সংলগ্ন অভিজাত শেরাটন স্কাই লাইন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারি শিল্পের সাথে সংশ্লিষ্ট বিশিষ্টজন, স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও ফ্রেন্ডস অব কারি লাভার্স।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিনিস্টার অব লন্ডন ও স্মল বিজনেস, কনজুমারস অ্যান্ড লেবার মার্কেটস মিনিস্টার পল স্কলি এমপি ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক হাইকমিশনার আনোয়ার চৌধুরী।
বিসিএ’র সেক্রেটারি জেনারেল মিঠু চৌধুরীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিএ প্রেসিডেন্ট এম এ মুনিম।
বক্তব্য রাখেন বিসিএ’র সাবেক প্রেসিডেন্ট বজলুর রশীদ এমবিই, পাশা খন্দকার এমবিই ও কামাল ইয়াকুব, বিসিএ অ্যাওয়ার্ড ও ডিনার কমিটির কনভেনার জামাল উদ্দিন মকদ্দস, স্বনামধন্য রেস্টুরেন্ট মাদুস এর এমডি সানজয় আনান্দ, সাবেক সেক্রেটারি জেনারেল ওলি খান, বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কনস্যুলার এস এম জাকারিয়া হক।
বিশেষ অতিথি মিনিস্টার অব লন্ডন পল স্কলি এমপি বলেন, করোনা পরবর্তী সময়ে এধরনের অনুষ্ঠান কারি শিল্পের মন্দায় ব্যবসায়ীদের অনুপ্রাণিত করবে। তিনি বলেন, সকলের ঐক্যবদ্ধ কাজের মাধ্যমে যে কোনো সংকট মোকাবেলা সম্ভব। নিকট অতীতে, বিশেষ করে করোনা পেনডামিক সময়ে বাংলাদেশি কারি ইন্ডাস্ট্রি ঐক্যবদ্ধভাবে কমিউনিটির পাশে থেকে অনুকরণীয় উদাহরণ দেখিয়েছে।
পল স্কলি বলেন, বিসিএ কারি শিল্পের বিবদমান সমস্যা নিরসনের জন্য যে সব দাবি জানিয়েছে- সে বিষয়ে আমরা অবগত আছি এবং সংশ্লিষ্টদের গুরুত্ব সহকারে অবগত করা হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক হাইকমিশনার আনোয়ার চৌধুরী ব্র্রিটেনের প্রবৃত্তিতে বাংলাদেশি কারি ইন্ডাস্ট্রি গুরুত্বপূর্ণ অবদান রাখছে উল্লেখ করে বলেন, করোনা-উত্তর বর্তমান সময়ে গোটা অর্থনীতি নানা সংকট সময়ে আছে। এই সময়ে গুরুত্বপূর্ণ হলো- ইন্ডাস্ট্রির বিপর্যস্ত পরিস্থিতি মোকাবেলায় সমন্বিত ও দূরপ্রসারী চিন্তায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা।
সাবেক হাইকমিশনার আনোয়ার চৌধুরী বিসিএ আয়োজিত অ্যাপ্রিসিয়েশন ডিনার-এর প্রশংসা করে বলেন, এইরকম উদ্যোগে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কর্মপরিধি বৃদ্ধি পায় এবং ব্যবসায়িক নানা ক্ষেত্র বের হয়।
অনুষ্ঠানে করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত বিসিএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এনানুম হক চৌধুরীকে স্মরণ করা হয়। এবং তাঁর সন্তান তামিম উল হক চৌধুরী বিসিএ-সহ তার পিতার আলোকিত কাজের স্মৃৃতিচারণ করেন।
বিসিএ নেতৃবৃৃন্দ করোনা কাটিয়ে ওঠা ব্র্রিটেনে কারি শিল্পের সংকট সময়ে সরকারের কাছে ৫টি গুরুত্বপূর্ণ দাবি হসপিটালিটি খাতে কমপক্ষে ১০% ভিএটি হ্রাস করা, বিজনেস রেইট ফ্রিজ করা, ভাউন্স ব্যাক লোন, রেন্ট প্রটেকশন ও ক্যাটারিং শিল্পের জন্য গ্র্যান্ট প্রদানের দাবি করে আসছে। বিসিএ সম্প্রতি কনফেডারেশন অব ব্র্রিটিশ ইন্ডাস্ট্রি (সিবিআই) এর প্রেসিডেন্ট লর্ড করন বিলিমোরিয়া সিবিই, ডিএল, এফসিএ এর সাথে সাক্ষাৎ করে এই দাবিগুলো বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বাস্তবায়নের জোর দাবি জানিয়েছে।
বিসিএ নেতৃবৃন্দ গত ৭ নভেম্বর লন্ডনের বিখ্যাত ওটু ইন্টারকন্টিনেন্টাল (O2 Intercontinental)-এ ১৫তম বিসিএ অ্যাওয়ার্ড স্পন্সরকারী প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামীতেও তাদের অব্যাহত সহযোগিতা কামনা করেন।
কমিউনিটির বিশিষ্টজনের উপস্থিতিতে বিসিএ’র স্পন্সর প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন- কোবরা এর গ্লোবাল ডাইরেক্টর সামসন সোহেল, মিলব্যাঙ্ক হাউসের ট্র্র্রেড চ্যানেল ডিরেক্টর সামি এল হাকিম, কিংফিশারের হেড অব সেইল এডরিন ডাবলিন, সিএফওবি এর প্রেসিডেন্ট মুকিম আহমেদ, এটিএন বাংলা ইউরোপ-এর ডাইরেক্টর হাফিজ আলম বকত, শেফ অন লাইনের সিইও আব্দুল মালিক ছালিক, এনটিভির ডাইরেক্টর মোস্তফা সারওয়ার বাবু, ইকবো এর জেনারেল ম্যানেজার নাজমুল হোসেন, স্কোয়ার মাইল এর ডেভিট রয়স্টন, ওয়ার্ক পারমিট ক্লাউড এর সিইও ব্যারিস্টার লুতফুর রহমান, পেটাপ এর ডাইরেক্টর সাহেদ উদ্দিন, ওকসোর এনার্জির এমডি ইয়াকুব আহমেদ, গান্ধি ওরিয়েন্টাল ফুড এর আবুল কালাম, রেভ্যুলেশন ফাইন্যান্স এর ডাইরেক্টর আব্দুল কালাম, ওইয়া এর সিইও নিতা গরজিওয়ালা, ইয়েরাড এর ডাইরেক্টর জুনায়েদ চৌধুরী, কানসারার ডাইরেক্টর ইনডিরা কারসারা, রাধুরীর এমডি ফারজানা নীলা, রিলিফ ফাউন্ডেশন এর হেড অব কমিউনিটি খায়রুল শাহেদ, সুপার পলো এর ডাইরেক্টর মিস্টার ডেইভ, এম আর প্রিন্টার এর ডাইরেক্টর মিস্টার রাহমান, এরোমা আইসক্রীম এর ডাইরেক্টর হাসান রুবায়েত।
স্পন্সরদের হাতে পুরস্কার তুলে দেন বিসিএ’র সাবেক সেক্রেটারি জেনারেল ওলি খান এমবিই, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফিরুজুল হক, কামরুজ্জামান জুয়েল, গোলাম রাব্বানী সোহেল ও সৈয়দ হাসান, প্র্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি ফরহাদ হোসেন টিপু, কালচারাল সেক্রেটারি নাসির উদ্দিন, কেন্ট রিজওনের কনভেনার জাকির চৌধুরী, কেমব্র্রিজ রিজওনের কনভেনার আব্দুল হাই, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা প্রমুখ।
অনুষ্ঠানে সম্প্রতি যুক্তরাজ্যে লোকাল নির্বাচনে অংশ নিয়ে বিসিএ’র পরিবারের সদস্য ও কয়েকজন স্বজন নির্বাচিত হওয়ায় তাদেরকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানানো হয়। তারা হলেন- কাউন্সিলর পারভেজ আহমেদ, কাউন্সিলর জাহাঙ্গীর হক, কাউন্সিলর মুজিবুর রহমান ঝনু, কাউন্সিলর আব্দুল কাদির, কাউন্সিলর রিটা বেগম।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুবাইয়েত ও রাজা। বিসিএ-এর প্রীতিভোজে ছিল যুক্তরাজ্যের ব্র্র্যান্ড রেস্টুরেন্ট মাদুস এর ঐতিহ্যিক খাবারের পরিবেশনা। তৃতীয় অ্যাপ্রিসিয়েশন ডিনার অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বিসিএ’র অফিস কো-অর্ডিনেটর আলী বাবর চৌধুরী। অর্থকণ্ঠ ডেস্ক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর