• শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

কমিউনিটিতে অসাধারণ স্বেচ্ছাশ্রমের জন্য
প্রেসিডেন্টের এচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ এন. মজুমদার

অর্থকণ্ঠ ডেস্ক / ৯২ Time View
Update : রবিবার, ২৬ জুন, ২০২২


নিউ ইয়র্কের কমিউনিটিতে স্বেচ্ছাসেবায় অভূূতপূর্ব ভূূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ এবার আমেরিকার প্রেসিডেন্ট জোসেফ আর বাইডেনের লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মূলধারার রাজনীতিক এবং কমিউনিটি একটিভিস্ট মোহাম্মদ এন. মজুমদার। গত ২৯ এপ্রিল প্রদত্ত এই লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডের সার্টিফিকেটে বলা হয় With grateful recognition the AmeriCorps and the office of the president of the United States Honor Mohammed N. Mujumder with the President’s Lifetime Achievement Award for their lifelong Commitment to building a stronger nation through volunteer service. প্রেসিডেন্ট স্বাক্ষরিত এই সার্টিফিকেটটি বাংলাদেশি কমিউনিটিতে সাড়া জাগিয়েছে। কারণ কমিউনিটির জন্য স্বেচ্ছাশ্রম দিলে যে আমেরিকার সর্বোচ্চ কর্তৃপক্ষ তার স্বীকৃতি দেয় উদার মনে, এই অ্যাওয়ার্ড তার প্রমাণ।
মোহাম্মদ এন. মজুমদার ব্রংক্সের বাংলাদেশ কমিউনিটিতে একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি ব্রংক্সের বাংলাদেশ কমিউনিটিকে মূলধারায় নিয়ে গেছেন তার সতীর্থদের নিয়ে। বাংলাদেশ আমেরিকা কমিউনিটি কাউন্সিল বিএসসিস নামক সংগঠন প্রতিষ্ঠা করে যেমন কমিউনিটিকে নানাভাবে সাহায্য সহযোগিতা করেছেন তেমনই নানা অনুষ্ঠানের আয়োজন করে সেখানকার বাংলাদেশিদের উজ্জীবিত করে রেখেছেন। বিএসিসি’র মাধ্যমে এক যুগ আগে তিনি সিটির বিভিন্ন এজেন্সিকে নিয়ে সার্ভিস ফেয়ার করেছেন, সেখানেকার বাংলাদেশিদের অন্তর্ভুক্ত করেছেন।
মোহাম্মদ এন মজুমদার ২০১০ সাল থেকে স্থানীয় কমিউনিটি বোর্ড মেম্বার হিসাবে দায়িত্ব পালন করছেন। প্রতি সপ্তাহে এই বোর্ডে ৫ ঘন্টা করে স্বেচ্ছাশ্রম প্রদান করে গত ১২ বছরে তিনি ৫ হাজার ঘন্টারও বেশি স্বেচ্ছাশ্রম দিয়েছেন বলে জানান।
এন. মজুমদার জানান, তিনি তার কমিউনিটি বোর্ডের সদস্য, ল্যান্ড অ্যান্ড জোনিং কমিটির চেয়ারম্যান, ফার্স্ট ভাইস চেয়ারম্যান এবং দুইবার ইন্টার্ন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি পার্কচেস্টার নর্থ কন্ডো বোর্ড, মজুমদার ফাউন্ডেশন, বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হিসেবে হাজারো ঘন্টা সময় দিয়েছেন কমিউনিটি সার্ভিসে। কোভিডকালীন খাদ্য সামগ্রী বিতরণ, মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল সামগ্রী ও উপহার সামগ্রী বিতরণ, ইন্টারফেইথ ইফতার আয়োজন, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এন. মজুমদারের জনহিতকর কাজের কয়েকটি উদাহরণ।
গত ২৯ এপ্রিল প্রেসিডেন্ট জো বাইডেন মোহাম্মদ এন মজুমদারের স্বেচ্ছাসেবী কাজের স্বীকৃতিস্বরূপ প্রেসিডেন্টস লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২২ প্রদান করেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ বুশ ২০০৩ সালে এই অ্যাওয়ার্ড চালু করেন। এরই ধারাবাহিকতায় জনাব মজুমদার তাঁর বিগত ৩২ বছরের কর্মজীবনের জনহিতকর কাজের জন্য এই লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেন। অর্থকণ্ঠ ডেস্ক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category