ঐ বোঝা চোখ
যে চোখ দুটি গ্রাস করেছিলো আমায় বহুদিন আগে!
আমিতো প্রায়ই নিহত হয়েছিলাম
সেই দিনই
প্রথম দেখায়!!
হাসলেই যার চোখ দুটি বোঝে যায়
অনায়াসে
কি এক অকৃত্রিম সৌন্দর্যে!!
কি অপরুপ রুপে হাসে সে
চোখ বোঝে!!
কতভাবে তাকে জানাতে চেয়েছি,
আকারে ইঙ্গিতে!!
জানানো হয়নি কোন দিন!!
বলা হবেওনা আর কোন দিন!!
ঐ বোঝা চোখ দেখে আমি খুন হতে থাকি
প্রতিদিন, বারবার, বহুবার!!
ঐ বোঝা চোখ আমি অনুভব করি
শুধুই উপভোগ্যে, সৌন্দর্য মাধুর্যে!!
বড় ইচ্ছে ছিলো রাজা হবো
তাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো,
আজ দেখি রাজ্য আছে
রাজা আছে
ইচ্ছে আছে,
শুধুই সে অন্য ঘরে!!
(শেষ ছয় লাইন ধার নিয়েছি কবি হেলাল হাফিজের ” যে জলে আগুন জ্বলে ” কবিতা গ্রন্থের ” ইচ্ছে ছিলো” কবিতা থেকে।)
তুমি কি জানো না!!
আমার রয়েছে বিশেষ এক টাইম মেশিন,
যাতে চড়ে আমি ফিরে যাই অতীতের স্মৃতিতে!!
খুঁজে ফিরি কৈশোর যৌবনের সেই দিন গুলোকে,
স্মৃতির সরণি বেয়ে আমি যখন হেঁটে বেড়াই,
কতো কিছুই তো মনে পরে যায়।
আমি ফিরে যেতে পারি বারবার সেখানে ,
কেন নয়!
যেখানে যে রয়েছে আমার সুখের উৎস,
আমার সুস্থতা।
তুমি কি জানো না!!
সেই মেশিনে চড়ে আমি চলে যেতে পারি
আমার স্বপ্নের পরিধি ছুঁতে,
যেখানে যেতে চেয়েছি বারবার,
কিন্তু ছুঁতে পারিনি!
ব্যর্থতা আসলে নতুন শুরুর প্রয়াস মাত্র।
আসলে তুমি কিছুই জানোনা!!
আমি আবারও চেপে বসলাম আমার প্রিয়
টাইম মেশিনে,
তুমি থাকো এখানেই।।
মে ০৭, ২০২১