• রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন

ব্রাজিলে পালিত হলাে শেখ রাসেল দিবস

Reporter Name / ১০০ Time View
Update : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

 

ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাস যথাযথ মর্যাদায় উদ্দীপনাপূর্ণ প্রাণবন্ত পরিবেশে বাংলাদেশী এবং ব্রাজিলীয় শিশু কিশােরদের অংশগ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবএর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিবস পালন করেCOVID19 মহামারীর অন্যতম ক্ষতিগ্রস্থ দেশ ব্রাজিলের ভয়াবহ করােনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় ২০২০ সালের ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের পর এই প্রথম ব্রাসিলিয়া প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে দূতাবাস কোন জাতীয় দিবস পালন করে। 

১৮ই অক্টোবর বিকেল পাঁচটায় দূতাবাস প্রাঙ্গনে শুরু হওয়া মূল অনুষ্ঠানের প্রথম পর্বে ব্রাসিলিয়া প্রবাসী বাংলাদেশী শিশুরা দিবসটির প্রতিপাদ্য শেখ রাসেল দীপ্ত জয়ােল্লাস, অদম্য আত্মবিশ্বাসএর উপর চিত্রাংকন করেব্রাসিলিয়া প্রবাসী প্রায় সকল অভিবাসী বাংলাদেশী শিশু চিত্রাংকন পর্বে অংগ্রহণ করেঅনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতে ব্রাজিলে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মিজ সাদিয়া ফয়জুননেসা অনুষ্ঠানে আগত শিশুদের সাথে নিয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেনএরপর পবিত্র কুরআন থেকে তিলাওয়াত, পবিত্র গীতা থেকে শ্লোক এবং পবিত্র বাইবেল থেকে কিছু স্তোত্র পাঠ করা হয়শেখ রাসেলসহ ১৫ আগস্টের নির্মম হত্যাকান্ডে নিহত বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ এবং মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়এরপর শহীদ শেখ রাসেলের উপর নির্মিত বেশ কিছু আলেখ্যচিত্র প্রদর্শিত হয়উপস্থিত সুধীবৃন্দ শিশু কিশােররা প্রদর্শিত ভিডিও চিত্রগুলাে মুগ্ধতার সাথে উপভােগ করেন। 

শেরাসেল দিবস উপলক্ষ্যে আয়ােজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্রাসিলিয়া প্রবাসী বাংলাদেশী শিশুদের অংশগ্রহণে দেশাত্ববােধক কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল ব্রাসিলিয়াস্থ Centro Cultural Escola do Mundoএর শিল্পীগােষ্ঠীর অংশগ্রহণে ব্রাজিলের ঐতিহ্যবাহী শিল্পকলা কাপুয়েরাএর বিশেষ পরিবেশনা যা উপস্থিত সকলকে মন্ত্রমুগ্ধ করে রাখেশেখ রাসেল দিবসএর প্রতিপাদ্য সামনে রেখে মূলত ব্রাজিলীয় শিশুশিল্পীরা এই পরিবেশনাটিতে অংশ নেয়উল্লেখ্য যে কাপুয়েরাইউনেস্কো কর্তৃক ঘােষিত একটি সাংস্কৃতিক ঐতিহ্য। 

দিবসটির তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত আলােচনা পর্বে দূতাবাসের কর্মকর্তাগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেনজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করে ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজ সাদিয়া ফয়জুননেসা তাঁর বক্তব্যে বলেন যে, জাতির পিতার বলিষ্ঠ নেতৃত্বই আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, লাল সবুজের পতাকা আর দেশকে প্রতিনিধিত্ব করার সুযােগব্রাজিলের নবনিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে যােগদানের প্রথম কর্ম দিবসেই শেখ রাসেল দিবস উদযাপনের সুযােগ পেয়ে রাষ্ট্রদূত নিজেকে সৌভাগ্যবান বলে দাবি করেন১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম হত্যাকান্ডকে ইতিহাসের নৃশংসতম বর্বরতম ঘটনা হিসেবে উল্লেখ করে তিনি বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃঢ় নেতৃত্বের ফলে ঘৃণিত হত্যাকারীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়েছেশেখ রাসেলসহ ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পলাতক খুনীদের অবস্থান সংশ্লিষ্ট যে কোন তথ্য দূতাবাসকে তাৎক্ষণিকভাবে জানিয়ে তাদেরকে বিচারের আওতায় এনে দেশের প্রতি নিজ কর্তব্যপালনের অনুরােধ করে রাষ্ট্রদূত উপস্থিত সকলকে সদাসতর্ক সজাগ থাকার আহবান জানান। 

বঙ্গবন্ধুর স্বপ্নের সােনার বাংলা প্রতিষ্ঠায় মাননীয় প্রধানমন্ত্রী গৃহীত বিভিন্ন পদক্ষেপের সাফল্যগাঁথা উল্লেখ করে রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বের ফলেই ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে২০৪১ সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশিত উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহবান জানানবাংলাদেশে ঐতিহ্যগতভাবে সকল ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থানের ধারাবাহিকতাকে নিজেদের মধ্যে লালন করে যার যার অবস্থান থেকে বাংলাদেশের নামটিকে সদা গৌরবান্বিত রাখার জন্য ব্রাজিলে বসবাসকারী অভিবাসী প্রবাসী ভাই বােনেদের তিনি উদাত্ত আহবান জানান। 

রাষ্ট্রদূত ফয়জুননেসা তাঁর বক্তব্যে শেখ রাসেল দিবসের প্রতিপাদ্য শেখ রাসেল দীপ্ত জয়ােল্লাস, অদম্য আত্মবিশ্বাস অবলম্বনে শিশুদের আত্মপ্রত্যয়ী হিসেবে গড়ে তােলার আহ্বান জানানরাষ্ট্রদূত ফয়জুননেসা বলেন, আমাদের সন্তানরা শুধু স্ব স্ব দেশের নয় সমগ্র বিশ্বের ভবিষ্যত কর্ণধার, তাই তাদেরকে অসাম্প্রদায়িকতা, সৌহার্দ্য, সম্প্রীতি সহমর্মিতার শিক্ষায় শিক্ষিত করে তােলার দায়িত্ব আমাদের সকলের। প্রবাসী বাংলাদেশীদের তিনি নিজ নিজ সন্তানকে বাংলা ভাষা শেখানাের অনুরােধ করেনসেই সাথে সন্তানদের বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস, বঙ্গবন্ধু, ১৫ আগষ্টএর ঘৃণিত হত্যাকান্ড তথা বাঙ্গালী জাতির সামগ্রিক ইতিহাস সম্বন্ধে জানানাের আহবান জানানরাষ্ট্রদূত উপস্থিত প্রবাসীদের উদ্দেশ্যে ঘােষণা করেন যে, প্রবাসী এবং অভিবাসী বাংলাদেশীরা আগ্রহী হলে দূতাবাস একটি সাপ্তাহিক বাংলা বিদ্যালয় চালকরার উদ্যোগ নিতে পারে, যেখানে আমাদের শিশুরা বাংলা ভাষা শেখার পাশাপাশি বাংলা গান, কবিতা আবৃত্তি এবং চিত্রাংকন শিখতে পারবেদূতাবাসের কর্মকর্তা এবং দূতাবাস পরিবারের সদস্যরাই প্রস্তাবিত বাংলা স্কুলে শিক্ষা প্রদান করবেন ।অনুষ্ঠানের শেষ অংশে মান্যবর রাষ্ট্রদূত চিত্রাংকন আবৃত্তি পর্বে অংশ নেয়া সকল শিশু এবং কাপুয়েরাশিল্পীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category