• সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন

রিতার কবিতা ‘চলতি পথে রাস্তার ধারে শুয়ে পড়ি যখন তখন’

Reporter Name / ১০০ Time View
Update : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

 

—এইচ বি রিতা

চলতি পথে রাস্তার ধারে শুয়ে পড়ি যখন তখন
শুয়ে পড়ি খোলা চোখে
দৃষ্টি মধ্যকাশে সীমাহীন ঘুরপাক খায়
কতক পথিক যেতে যেতে থমকে দাঁড়িয়ে;
বিস্মরণে চেয়ে দেখে আকাশ তলে পাগলামী খেলা।

নিঃশ্বাস নিতে নিতে খোলা চোখ বুজে আসে
যতটা গভীরে দম টানা যায়
ততটাই গভীর থেকে বিষাক্ত নির্যাস ছুড়ে দেই বাতাসে
শরীরের বিষক্রীয়া বিদ্রোহ করে অবশেষে
নেতিয়ে পড়ে বিশুদ্ধ বাতাসের কাছে।

আকাশ তলে প্রতিবন্ধকতা ছুড়ে ফেলে
তাকিয়ে দেখি মুক্ত বাতাসে জীবন লুটুপুটি খায়
সেই জীবনে বিষ নেই, বিস্ফোরণ নেই
কঁচি সবুজের মত নির্মলতা আমায় ছুঁয়ে যায়।

নিঃশ্বাস নিতে নিতে টের পাই
চোখের পাতায় শিশির দানা মোলায়েম আবেশে বলে যায়-
বেঁচে থাকা মন্দ নয়।
পুনর্জন্মের প্রত্যাশায় অতপর; শুয়ে পড়ি আকাশ তলে
কোমল বাতাসে ঢেউ তুলে আঁধার আমায়;
সন্মোহনী জীবনের গান শুনিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category