ব্যাতিক্রমী একজন আলোকচিত্রী শিকদার মেজবাহউদ্দিন আহমেদ। ছবি তোলা যাঁর পেশা নয়, বরং গভীর অন্তর্দৃষ্টি দিয়ে প্রকৃতির সৌন্দর্য অবলোকনের নেশায় ক্যামেরা হাতে যিনি ছুটে বেড়ান পথ-প্রান্তর, দেশ-দেশান্তর। আলোকচিত্র শিল্পে অনন্যসাধারণ ভূমিকার জন্য তাঁকে বিশেষভাবে সন্মাননা জানাচ্ছে সাউথ এশিয়ান রাইটার্স অ্যান্ড জার্নালিস্টস ফোরাম ইউএসএ।
Traveler on Top and Beyond শীর্ষক দু’দিন ব্যাপী তাঁর নির্বাচিত আলোকচিত্র প্রদর্শনী আমরা আয়োজন করেছি নিউ ইয়র্কে এই সপ্তাহান্তে। ৪ এবং ৫ ডিসেম্বর – শনি ও রবিবার অনুস্ঠিত হচ্ছে প্রিমাভেরা আর্ট গ্যালারিতে ৩৭-০৭ ৭৪ স্ট্রীট, স্যুট ৩, ( ISP’র উপরে দোতালায়) , জ্যাকসন হাইটসে। এই বিশেষ প্রদর্শনী উদ্বোধন করবেন পরম সম্মানিত সংগীতগুরু জনাব
মুত্তালিব বিশ্বাস। বিকেল ৩টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত খোলা থাকবে। আশা করি আমরা সবাই মিলে সুন্দর সময় কাটাবো।
আকবর হায়দার কিরন
সাউথ এশিয়ান রাইটার্স এন্ড জার্নালিস্টস ফোরাম ইউএসএ