• সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন

দিনাজপুরে বাল্যবিবাহ বন্ধ, বরের জরিমানা কাজীর জেল

Reporter Name / ৬৬ Time View
Update : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে

 

পরিবার থেকে বিয়ের সকল আয়োজন সম্পন্ন করে বিয়ে পড়ার সময় দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ হয়েছে। একই সাথে বরকে ২০০০ টাকা জরিমানা ও কাজী কে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান ছাড়াও মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বাল্যবিবাহ দিবেন না মর্মে মুচলেকা নেয়া হয়েছে মেয়ের বাবার কাছ থেকে। বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার। দন্ড প্রাপ্ত কাজী রেহান (৪৭) চেংমারী গ্রামের

 

হমাউন উদ্দিনের ছেলে।তিনি খানপুর ইউনিয়নের নিকাহ রেজিষ্টার হিসেবে কাজ করেন।পাত্র রুবেল ইসলাম (২২) পাশ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের সেকেন্দার আলীর ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের এ ঘটনা ঘটে।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার জানায়,বাল‍্য বিবাহ শিশু,পরিবার সমাজ ও রাষ্ট্রের উপর ক্ষতিকর প্রভাব পড়ে।উপজেলায় যেন কোনো কিশোর কিশোরী বাল‍্য বিবাহ স্বীকার না হয় সে জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারী রাখা হচ্ছে এবং জনস্বার্থে এ ধরনের পদক্ষেপ অব‍্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category