• রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় শুরু হয়েছে দুই দিন ব্যাপি বিজ্ঞান মেলা

Reporter Name / ৫৭ Time View
Update : বুধবার, ২ মার্চ, ২০২২

মোহাম্মদ আবদুল্লাহ চুয়াডাঙ্গা থেকে

স্মার্ট ফোনের আসক্তি, পড়াশোনার ক্ষতি এ স্লোগানে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে দুই দিন ব্যাপি ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। বিজ্ঞান মেলায় ক্ষুদে বিজ্ঞানিরা তাদের আবিস্কারকৃত বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসেন প্রদর্শনের জন্য। মেলা দেখতে সকাল থেকে ভিড় করেন সব বয়সের মানুষ। শনিবার বেলা ১১টায় ডিসি সাহিত্য মঞ্চে জেলা প্রশাসনের আয়োজনে এ মেলা শুরু হয়েছে।

বিজ্ঞানের ব্যাপকতা মেলে ধরতে চুয়াডাঙ্গা শুরু হয়েছে দুই দিন ব্যাপি ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা শুরু হয়েছে। বিজ্ঞান মেলায় চুয়াডাঙ্গার ৩৫টি স্কুল-কলেজের শিক্ষার্থীরা তাদের আবিস্কারকৃত প্রজেক্ট প্রদর্শন করছেন। মেলায় ৩৫টি স্টল রয়েছে। সকাল থেকে সব বয়সের মানুষ ভিড় করছেন মেলা চত্বরে। আগামিকাল রোববার পর্যন্ত চলবে বিজ্ঞান মেলা।

বিজ্ঞান মেলার উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক, চুয়াডাঙ্গা আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান, চুয়াডাঙ্গা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আরাফাত রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category