• রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৯ অপরাহ্ন

অপূর্ণতা শেষ করে দিয়ে যাও সম্পূর্ণই পরিপূর্ণ করে : ফারুক সৈয়দ

Reporter Name / ১১৫ Time View
Update : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

অপূর্ণতা শেষ করে দিয়ে যাও সম্পূর্ণই পরিপূর্ণ করে।

         ফারুক সৈয়দ

ফুটফুটে জ্যোৎস্নার আলোয় দেখি তোমার ছায়াসহ কায়া।

মনে পরে দূরের আকাশের অসংযত চাঁদ, যেন উথলে পড়ে

সোহাগী চোখে চোখ রেখে টেনে নিয়েছিল তোমারই পথে।

আমার পায়ের রিনিঝিনি নূপূরের ভয়ে নিশ্চল আমি,

যদি ভেঙ্গে যায় তোমার আরাধনার আসক্তি। আর

হিংসেয় মরি, তুমি হয়তো চাঁদের দীপনিতেই নাইবে,

আমাকে তৃণজ্ঞানে পরিহার করে।

 

ঘাইমৃগী মন আমার, অনিবার্য পুস্পিত আন্দলোনে শুনে

জীবন-উল্লাসের টাকঢুম ঢোল। তোমার চাহনিতে দিলে

দোলনা-মঞ্চের ঢেউ, যেন আমার ঘোলাটে মনে এলো

এক বিরতিহীন সুরভিত সুতপ্ত কাহিনী। স্পর্ষকাতর অঙ্গুলীর

অধিকারে বাজিয়েছো আমার হৃদয়ে এস্রাজ। অকেজো শানাইয়ের

মত কেঁদেছে সে, অঙ্গন বিছিয়ে দিয়ে বলেছে বার বার – দাও,

আরো চাই, দাও! প্রতিশ্রুতি না চেয়েই পেয়েছো তুমি খয়েরী

কাগজে আঁকা প্রণয়ের নীল রঙে অনলস সুপ্তিহীন অঙ্গীকার ।

স্বপ্নের কাচুলির সুগঠিত নব যেন নিজেরই ইচ্ছেয় জুটি

খুঁজে, ছুটি নিয়ে বরাদ্ধের বাইরে,  থাকে অপেক্ষায়।

মন চায় কপোতী হয়ে ডাকি বার বার, বলি তোমার

কবিতার স্বপ্নসুখ পাবে আমার বুকের এই শিউলী-মালায়।

তোমার হারাবার ইচ্ছে যদি হয় গভীর আবেশের দেশে,

চেয়ে দেখো আমারই খোঁপাতে এখনো আছে, আয়েশে ভরা

তোমার কামিনীর ভার।  অনায়াসেই পাবে তুমি আরো

এক নূতন পৃথিবী, ধোয়াহীন, ক্ষোভ নেই লাবন্যের বনে।

অযথা খুঁজো না তুমি ফাঁদে পরা, কেঁদে মরা, স্ফুলিঙ্গহীন

অন্ধকারের কালিক মেয়াদীর স্বাদ।

আষাড়ের ভালোবাসা দিয়েছি তোমায় অকৃপণ হাতে আর

পেয়েছি কিছু সোহাগী স্বপ্নের ভাল লাগা নিঝুম কাহিনী।

আমার স্বপ্নের কোন ঘুম নেই, আছে অপেক্ষায় শুধু, তোমার

দেয়া মধু হাওয়া টেনে, নীল প্রজপতির মত মনের সবুজে।

ঋতুচক্র ফিরে এলো, শুনি আবার ফাগুনের জানালায়

বনপলাশের গান। বসে থাকি, কেঁদে ফিরি ডাহুকের ডাকে –

বলি ভালবাসি, দোহাই তোমার – করো বাতিল নিরর্থক

প্রণয়ের সব লেনদেন। শুনো দূরে লজ্জাবতি বৌ কথা কও

নিশ্চুপ আজ, দিয়ে যাও তারে এতটুকু কবিতার স্বাদ।

বলি বারংবার, আমার হৃদয়েরই ছায়ায় এখনো রয়ে গেছো

তুমি জহুরি জ্যোৎস্নার শত্রু, পাল্কীর বন্দিনী নায়িকা আমি আজ।

আমার ছন্দের আনন্দে এখনও আছে রাখা সীমাহীন অভিনব সুখ।

আমার অপূর্ণতা শেষ করে দিয়ে যাও সম্পূর্ণই পরিপূর্ণ করে।

ফুটফুটে জ্যোৎস্নার আলোয় দেখিবো আবার ছায়াসহ কায়ায় তোমারে।

সিল্কেবোর্গ, ডেনমার্ক

২৬শে সেপ্টেম্বর ২০২১Faruque


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category