বিশ্বের সেরা পুলিশ বাহিনীর অন্যতম নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) নির্বাহী কর্মকর্তা ‘ক্যাপ্টেন’ হলেন বৃহত্তর সিলেটের সন্তান মিলাদ খান সম্প্রতি এনওয়াইপিডি’র পুলিশ একাডেমীতে জমকালো এক অনুষ্ঠানে পদোন্নতি প্রাপ্তদের হাতে সার্টিফিকেট তুলে দেন পুলিশ কমিশনার কীচেন্ট সিওয়েল । সদ্য পদোন্নতি প্রাপ্তরা হলেন বাংলাদেশ আমেরিকান পুলিশ এসোসিয়েশন এর সদস্য মিলাদ খান ক্যাপ্টন পদে পদোন্নতি পান, এ নিয়ে ৪ জন বাংলাদেশী বংশোদ্ভূত ক্যাপ্টেন হলেন এছাড়া লেফটেন্যান্ট পদে পদোন্নতি পান সার্জেন্ট মাহবুবুর খান সুহেল এবং হাফিজ রহমান এবং পুলিশ কর্মকর্তা তানবীর চঊধুরী সার্জেন্ট পদে এবং পুলিশ কর্মকর্তা সৈয়দ শাহ সার্জেন্ট পদেপদোন্নতি পেয়েছে। মৌলভীবাজারের সন্তান লেফটেন্যান্ট মাহবুবুর খান সুহেলের পিতা মরহুম আব্দুল বারী খান বাঙালী কমুনিটির পরিচিত মুখ
বিস্তারিত