তুমি আসবে
-ফারুক সৈয়দ, সিল্কেবোর্গ, ডেনমার্ক
তুমি আসবে
একটু পরেই আসবে।
আমার বিরতিহীন প্রতীক্ষার শ্বাস
কন্ঠে আটকে যাচ্ছে,
একটু পরেই প্রতীক্ষার শুভমৃত্যু ঘটবে।
তোমাকে আমি চিনেছি
এক রাতের স্বপ্নের মত।
তুমি হয়তো ধ্রুবতারা,
আমার জীবনে।
তোমাকে আমি দেখেছি,
ইউক্লিপ্টাসের আগডালে
হলুদ রঙের খুঁজে নীল পাখীর মত।
আমার পাঁজরে ভাঙ্গা বীণার তারে
বিরামহীন তিতাসের ছলাৎ ছলাৎ শব্দ
তুমি বাজিয়ে যাও।
ইতিহাসের পাতায়
পড়ে পড়ে মুখস্ত করা ছবির মত
তোমাকে পেয়েছিলাম।
রাত বারোটার পরের শো শেষের সিনেমা হলের
পর্দার মত ক্যানভাসে। আমার চোখে
পলকহীন পাপড়ি, নীড়োর বাশীর মত।
তুমি পাঁচ হাজার বছর আগের,
মোহেঞ্জদারোর মত
মাটির নীচে স্মৃতির আড়ালে
লাল চেলি পরে মেহেদির রঙে
আমার চেতনার কাঠঠোকরার
শুধু পদ্যের মত।
কুয়াশায় ছেঁয়ে যাওয়া
জীবনের গুপ্তধনে সাতার কেটে
তোমাকে আমি চিনেছি।
দেয়ালঘড়ির ঘন্টা ফুরিয়ে যেতে
দু’টো বাকি।
সবুজ শাড়ীর কালো ছায়াটা
সমেয়র দাঁড় বেয়ে
আসছে।
তুমি আসবে,
হাতে হাত রাখবে
আবারও ভালবাসবে।