• রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে ‘উৎসব গ্রুপ প্রেজেন্টস আরটিভি বাংলার গায়েন- ইউএসএ’র অডিশন শুরু

Reporter Name / ১৫৯ Time View
Update : সোমবার, ৯ মে, ২০২২

আরটিভির তুমুল জনপ্রিয় রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’। লোকগানের এই প্রতিযোগিতার মাধ্যমে পৃৃথিবীতে রিয়েলিটি শো’র জগতে একটি নতুন দিক উম্মোচিত হয়েছে। বাংলার মাটির সুরকে বিশ্বের মাঝে নতুন আঙ্গিকে পরিচয় করিয়ে দিতে এবার যুক্তরাষ্ট্রে আয়োজন করা হয়েছে ‘উৎসব গ্রুপ প্রেজেন্টস বাংলার গায়েন- ইউএসএ’। স্বাধীনতা ও জাতীয় দিবসে নিউ ইয়র্কের বোম্বে থিয়েটারে শুরু হলো অডিশন রাউন্ড। সেখানে উপস্থিত আছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

এবারের প্রতিযোগিতায় বিচারকের আসনে আছেন দেশের খ্যাতিমান তিন সংগীত তারকা। তারা হলেন- এস আই টুটুল, শওকত আলী ইমন ও ইমন সাহা।

অডিশন রাউন্ডে উপস্থিত আছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান (বামে) পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই অনলাইনে এই প্রতিযোগিতার রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলমান ছিলো। এবারের আয়োজনে অংশ নিতে প্রতিযোগীদের ঘরে বসেই খালি গলায় যেকোনো একটি লোকগান মোবাইলে ভিডিও করে অনলাইনে পাঠাতে বলা হয়। রেজিস্ট্রেশনের জন্য প্রায় তিন হাজার ভিডিও জমা পড়ে। সেখান থেকে প্রাথমিক যাচাই শেষে ৮০ জনকে স্টুডিও অডিশন রাউন্ডে আমন্ত্রণ জানানো হয়েছে।

স্টুডিও অডিশন রাউন্ড শেষে কয়েকটি ধাপে নিউ ইয়র্কেই ‘উৎসব গ্রুপ প্রেজেন্টস বাংলার গায়েন- ইউএসএ’ এর শুটিং হবে। বিভিন্ন ধাপে সেখান থেকে খুঁঁজে বের করা হবে সেরা ১০ জনকে।

পরবর্তীতে পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর এর শেষে অর্থাৎ জুন মাসে সেরা ১০ জনকে ঢাকায় আরটিভির স্টুডিওতে আনা হবে। সেখানে সেরা ১০ জনকে নিয়ে এই আয়োজনের বাকি ধাপগুলোর শুটিং সম্পূর্ণ হবে এবং বাংলাদেশে ‘উৎসব গ্রুপ প্রেজেন্টস বাংলার গায়েন- ইউএসএ’ এর গ্রান্ড ফিন্যালের আয়োজন করা হবে। এ আয়োজনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালি নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, দেশ ও মাটির সুর ছড়িয়ে যাবে এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত তরুণ প্রজন্মের সাথে দেশের যোগসূত্র স্থাপন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category