দেশে ব্যবসা-বাণিজ্যের পথ আরও সহজ করা উচিত বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সম্প্রতি ঢাকা চেম্বারের ২০২২-২৩ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, এমন অনেক কিছুই আছে, যা তাৎক্ষণিকভাবে সমাধান করা যায়। কিন্তু এক জায়গায় হাত দিতে গেলে ২০ জায়গায় নড়াচড়া হয়। ভয় এতো বেশি মাথায় ওঠে যে, আগায় না।
এসময় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নেতারা অভিযোগ করেন, সরকারি সংস্থাগুলো অহেতুক ব্যবসায়ীদের হয়রানি করছে। এনবিআরের অথরিটেরিয়ান (কর্তৃত্ববাদী) মনোভাব পরিহার করতে হবে বলে দাবি করেন তারা।
এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘অথরিটি’ শব্দটা অনেকেই পছন্দ করে। তবে প্রধানমন্ত্রী পছন্দ করেন না। তিনি আরও বলেন, অথরিটিকে কুর্নিশ করতে কে আসে? এগুলো তো মানুষকে সেবা দেওয়ার জন্য সংস্থা। এসব নিয়ে সরকারি ও ব্যবসায়ীদের মধ্যে আরও আলোচনা বাড়াতে হবে।
এম এ মান্নান বলেন, আমি একজন সচেতন দর্শক। ব্যবসায়ীরা যেসব দাবি করছেন, ১০ বছর ধরে দেখে আসছি। আমার মনে হয় না, আমার এ জীবনে এগুলো পুরোপুরি সমাধান হবে। তবে এমন অনেক কিছুুই আছে, যা তাৎক্ষণিকভাবে সমাধান করা যায়।
ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমানের সভাপতিত্বে ব্যবসায়ীদের শীর্ষ নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।