উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো পদ্মা ব্যাংক লিমিটেডের টাউন হল মিটিং। রাজধানীর বিজিবি ব্যাঙ্কেট হলে সম্প্রতি অনুষ্ঠিত হয় এই সভা। চতুর্থ প্রজন্মের ব্যাংকটির নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খানকে স্বাগত জানানো হয় এই টাউন হলে।
২০২২ সালে পদ্মার প্রতিপাদ্য ‘দ্যা ফিউচার হরাইজন’ উন্মোচন করা হয় সভায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত।
ড. চৌধুরী নাফিজ সরাফাত পদ্মা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে স্বাগত জানিয়ে বক্তব্য শুরু করেন এবং প্রতিযোগিতামূলক ব্যাংকিংখাতে সফলভাবে এগিয়ে যাবার পরামর্শ দেন। কর্মীদেরকে নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করার আহ্বান জানান চৌধুরী নাফিজ সরাফাত।
টাউন হল মিটিংয়ে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান তার তিন বছরের অপারেশনাল, কৌশলগত ও স্ট্র্যাটেজিক কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, পদ্মা ব্যাংকের একদল মেধাবী, তরুণ ও উজ্জীবিত লড়াকু কর্মীবাহিনীকে সঙ্গে নিয়ে আমি আমাদের সম্মানিত গ্রাহক, নিয়ন্ত্রকসংস্থা ও শেয়ারহোল্ডারদের আস্থা অর্জনের অঙ্গীকার করছি। তিনি আরো বলেন, ব্যবসার উন্নতি, ঝুঁকি নিয়ন্ত্রণ এবং অপারেশনাল ও আধুনিক প্রযুক্তির মৌলিক বিষয়গুলোতে গুণগতমানের উন্নয়ন সাধনের মাধ্যমে, আগামী ৩-৫ বছরের মধ্যে অন্যতম একটি শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠান হবে পদ্মা ব্যাংক। তিনি জোর দিয়ে বলেন, ডিজিটাল ও প্রযুক্তির রূপান্তরের মাধ্যমে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।
তারেক রিয়াজ খান আরো বলেন, একটি দক্ষ ও পেশাদার পরিচালনা পর্ষদ এবং মেধাবী কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম এবং আন্তরিক প্রচেষ্টায় পদ্মা ব্যাংক এতদূর পথ পাড়ি দিয়েছে, এখন সময় এসেছে রূপান্তরের মাধ্যমে সামনে এগিয়ে যাবার।
পদ্মা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী ও সিওও (চিফ অপরেটিং অফিসার), ঈঅগখঈঙ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মনোনীত জাবেদ আমিন-সহ ব্যাংকের অন্যান্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল শাখা প্রধান এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের অফিসাররা উপস্থিত ছিলেন টাউন হলে।
সরকারি সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংক ও আইসিবির মূল মালিকানায় পরিচালিত চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেড দেশজুড়ে ৫৮টি শাখার মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে।