সম্মানিত শেয়ারহোল্ডারদের দোরগোড়ায় আধুনিক ও ডিজিটাল লেনদেন সেবা প্রদানের জন্য পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ ও জনসন রোড শাখায় দুইটি ডিজিটাল বুথ উদ্বোধন করেছে। প্রধান অতিথি হিসেবে ডিজিটাল বুথ দুইটি উদ্বোধন করেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনিরউদ্দিন আহমদ। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আহসান উল্যাহ।
উদ্বোধন অনুষ্ঠানে পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক যেয়াদ রহমান, পূবালী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আলম খান চৌধুরী, ঢাকা উত্তর অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক এ এস সিরাজুল হক চৌধুরী এবং পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের মহাব্যবস্থাপক মো: শাহ্ আলম উপস্থিত ছিলেন।