• শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন

যমুনা ব্যাংকের আধুনিক ডেটা সেন্টারের উদ্বোধন

অর্থকণ্ঠ রিপোর্ট / ৪২৫ Time View
Update : সোমবার, ৬ জুন, ২০২২

গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে নতুন ডেটা সেন্টারের উদ্বোধন করেছে যমুনা ব্যাংক লিমিটেড। টিআইএ-৯৪২ স্ট্যান্ডার্ড টায়ার-৩ ডেটা সেন্টারটি উদ্বোধনের আগে যমুনা ব্যাংক লিমিটেড তাদের নতুন কোর ব্যাংকিং সিস্টেমকে রূপান্তরিত করেছে। এখন এই ডেটা সেন্টারের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও উন্নত ব্যাংকিং সেবা দিতে পারবে বলে জানিয়েছে যমুনা ব্যাংক।
সম্প্রতি রাজধানীর গুলশানে যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এই ডেটা সেন্টারের উদ্বোধন করেন ব্যাংকটির চেয়ারম্যান গাজী গোলাম আশরিয়া। এসময় ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডাটা সেন্টার উদ্বোধনের পর তা ঘুরে দেখেন ব্যাংকটির কর্মকর্তারা।
ডাটা সেন্টার উদ্বোধন শেষে যমুনা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান গাজী গোলাম আশরিয়া বলেন, আমরা আমাদের কার্যালয়ে বিশ্বমানের ডেটা সেন্টার স্থাপন করেছি। এর ফলে গ্রাহকের তথ্য সুরক্ষিত থাকবে। কোনোভাবেই তাদের তথ্য হারিয়ে যাবে না। আমাদের এই ডেটা সেন্টার বিশ্বমানের।
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ বলেন, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে এই ডেটা সেন্টার প্রস্তুত করা হয়েছে। দেশের সব ব্যাংকের মধ্যে আমাদের ডেটা সেন্টারই এখন সবচেয়ে উন্নত। আমাদের এই ডেটা সেন্টারটি এখন সব ফ্যাসিলিটিতে সম্পূর্ণ।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ বলেন, যমুনা ব্যাংক সবসময় গ্রাহকদের জন্য আধুনিক সেবা দানের চিন্তা করে। তাই আমরা নিজস্ব ছয় হাজার বর্গফুট জায়গা নিয়ে ডেটা সেন্টার স্থাপন করেছি। আমরা এর আকার আরও বাড়াতে চাই। আমরা এখন যে ডেটাবেজ নিয়েছি, তা খুব আধুনিক। এখানে সবসময় বিদ্যুৎ থাকবে। গ্রাহক সেবায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য আমাদের ডেডিকেটেড টিম রয়েছে।
ডেটা সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে যমুনা ব্যাংকের পরিচালক মো. ইসমাইল হোসেন সিরাজী, মো. রেদোয়ান উল করিম আনসারী ও মো. সাইদুল ইসলামসহ ব্যাংকের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অর্থকণ্ঠ রিপোর্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category