• শনিবার, ১৮ মে ২০২৪, ১১:১৪ অপরাহ্ন

নারী উদ্যোক্তাদের উন্নয়নে সফট স্কিল ট্রেনিং দিচ্ছে উই

অর্থকণ্ঠ ডেস্ক / ৫৫ ভিউ
আপডেট সময়: রবিবার, ১৯ জুন, ২০২২

নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের (উই) আয়োজনে চলছে সফট স্কিল উন্নয়নে বছরব্যাপী প্রশিক্ষণ। ‘অল অ্যাবাউট টাইম অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট’ শীর্ষক বিষয়বস্তুতে ইন্ডিয়ান কালচারাল সেন্টারে প্রশিক্ষণ ক্লাস সম্প্রতি শুরু হয়েছে।
ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে সম্প্রতি পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশটির দূতাবাস উইকে এই ট্রেনিং সেশনটি উপহার হিসেবে দিয়েছে। যার মাধ্যমে উইয়ের উদ্যোক্তারা তাদের সফট স্কিল ও উদ্যোগকে সবার সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কাজ করতে পারেন।
জানা যায়, উইয়ে যারা সাবস্ক্রাইবার ও নিয়মিত উদ্যোক্তা সবার জন্যই এ প্রশিক্ষণ কর্মশালা উন্মুক্ত। আয়োজনটির সার্বিক সহযোগিতায় কাজ করছে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন, বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন ও সিল্কক গ্লোবালের সিইও, উইয়ের বৈশ্বিক উপদেষ্টা সৌম্য বসু।
উইয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা বলেন, আমরা সব সময় চাই উইয়ের হাত ধরে নারীরা এগিয়ে যাক। তারা অবদান রাখুক দেশের অর্থনৈতিক উন্নয়নে। আর তাদেরকে এগিয়ে যাওয়ার পথ তৈরি করে দিচ্ছি আমরা। যাতে করে নারীদের আর ঘরবন্দি হয়ে থাকতে না হয়।
তিনি বলেন, উইয়ের হাত ধরে তারা উঠে আসতে পারে দেশের যেকোনো প্রান্ত থেকে। আমাদের উদ্যোক্তাদের ব্যবসায়ের নানা রকম সমস্যা ও সম্ভাবনার কথা জানাতে চাই। তাই সরকার, ভারতীয় হাইকমিশন ও সিল্কক গ্লোবালের পূর্ণ সহযোগিতায় এবার বছরব্যাপী আটটি ক্লাসের আয়োজন করছি; যেটার শেষে উদ্যোক্তারা সার্টিফিকেটও পাবেন। সফট স্কিলের এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করার জন্য এ ঠিকানায় www.weforumbd.org রেজিস্ট্রেশন করতে হবে। অর্থকণ্ঠ ডেস্ক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর