• রবিবার, ০৫ মে ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন

পদ্মা সেতু অনেক
আবেগ-অনুভূতির
প্রতিশব্দ : মাশরাফি

অর্থকণ্ঠ ডেস্ক / ১৫০ ভিউ
আপডেট সময়: শনিবার, ১৮ জুন, ২০২২


আগামী ২৫ জুন পদ্মা সেতু জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা ও এই স্বপ্নের সেতু উদ্বোধনের অপেক্ষায়। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এ নিয়ে নিজের অনুভূতির কথা ব্যক্ত করেন তিনি।
মাশরাফি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে লিখেছেন, ‘দক্ষিণাঞ্চলের মানুষের জন্য পদ্মা সেতু কতটা জরুরি, ওই পথে চলাচলের অভিজ্ঞতা ছাড়া তা আসলে বোঝা খুবই কঠিন। দুটি ঈদের কথা উল্লেখ না-ই করলাম, তখন তো গোটা দেশের মানুষই নিউজে দেখতে পায় কতটা কষ্ট করে মানুষ নদী পার হয়। কিন্তু শীতকালে যে কী অবস্থা হয়, সেটা কেবল তারাই বোঝে, যাদের এই অভিজ্ঞতা হয়। তার ওপর নানা সময়ে নিম্নচাপ বা প্রাকৃতিক দুর্যোগ হলে তো কথাই নেই, সারা রাত ফেরি বন্ধ।’
এই পদ্মা সেতু কতটা আবেগের সেটা লিখেছেন তিনি, ‘এছাড়াও আরো কত যে সমস্যার মুখোমুখি হতে হয়, এই পথের নিয়মিত যাত্রীরাই কেবল বোঝে। সেই যন্ত্রণাময় দিনগুলি শেষ হতে চলেছে। অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে, অনেক প্রতিকূলতা মোকাবিলা করে পদ্মা সেতু এখন উদ্বোধনের অপেক্ষায়। কোটি কোটি মানুষের কাছে এটা স্বপ্নের চেয়েও বড় কিছু। অনেকে কখনও কল্পনাও করতে পারেননি, জীবদ্দশায় পদ্মার ওপর সেতু দেখতে পাবেন। এটা স্রেফ ইট-সিমেন্টের সেতু নয়, এই অঞ্চলের মানুষের কাছে এটা অনেক আবেগ-অনুভূতির প্রতিশব্দ।’ অর্থকণ্ঠ ডেস্ক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর