• রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন

জনতা ইন্স্যুরেন্সের সিইও
হলেন আবু বক্কর ছিদ্দিক

অর্থকণ্ঠ ডেস্ক / ৫৫ Time View
Update : শনিবার, ১৮ জুন, ২০২২


জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিককে মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সম্প্র্রতি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এ সিদ্ধান্তের উপর অনুমোদন প্রদান করেছে। সেই সুবাদে তিনি প্রতিষ্ঠানটির সিইও হিসেবে দায়িত্ব পেয়েছেন।
আবু বক্কর ছিদ্দিক চট্টগ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে ইতিহাস বিভাগ থেকে বিএ অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে এলএলবি ডিগ্রিও অর্জন করেন। তিনি বীমা আইন ও জেনারেল ইন্স্যুরেন্সের বেসিক কোর্স ও কোম্পানি ম্যানেজমেন্ট কোর্স সম্পন্ন করেন।
এই বীমা ব্যক্তিত্ব বিভিন্ন নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে শাখা ব্যবস্থাপক, আন্ডাররাইটিং, ব্রাঞ্চ কন্ট্রোল, ক্লেইম, রি-ইন্স্যুরেন্স, ফাইন্যান্স অ্যান্ড একাউন্টস, ব্যবসা উন্নয়ন এবং প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘ ২১ বছর কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন।
জনতা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদানের আগে তিনি ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানিতে উপব্যবস্থাপনা পরিচালক ও গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করেন। অর্থকণ্ঠ ডেস্ক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category