• রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন

পদ্মা ব্যাংকের কেন্দ্রীয়করণ রূপান্তরের শুরু সেন্ট্র্রালাইজড ক্লিয়ারিংয়ের মধ্য দিয়ে

সংবাদ বিজ্ঞপ্তি / ৬৮ Time View
Update : রবিবার, ১৯ জুন, ২০২২

সেন্ট্রালাইজড ইনওয়ার্ড ক্লিয়ারিংয়ের উদ্বোধনের মাধ্যমে পদ্মা ব্যাংক লিমিটেডের কেন্দ্রীয়করণ রূপান্তরের কার্যক্রম শুরু করেছে পদ্মা ব্যাংক লিমিটেড। সুষ্ঠু কর্পোরেট শাসন প্রতিষ্ঠায় এই উদ্যোগ আরেকটি মাইলফলক। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকতা তারেক রিয়াজ খান সেন্ট্রালাইজড ক্লিয়ারিংয়ের উদ্বোধন করেন। দেশের বিভিন্ন ব্যাংকে জমা পড়া পদ্মা ব্যাংকের নিজস্ব চেকগুলো এতদিন অ্যাকাউন্ট সংশ্লিষ্ট শাখা থেকে ক্লিয়ারিং করা হতো। তবে এখন থেকে কেন্দ্রীয়ভাবে তা নিষ্পত্তি করা হবে। হেড অফিসে পেমেন্ট সিস্টেম ইউনিটের মাধ্যমে যাচাইকরণের পর চেক ক্লিয়ারিংয়ে যাবে। এটি অভ্যন্তরীণ ক্লিয়ারিংকে আগের চেয়ে বেগবান ও নিরাপদ করে তুলবে, সেই সঙ্গে নিশ্চিত হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পদ্মা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান বলেন, পদ্মা ব্যাংক সুশাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের গ্রাহকদের নিরাপদ পরিষেবা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকারের শীর্ষে। আগামী দিনে কেন্দ্রীয়করণ রূপান্তরের আরও উদ্যোগ থাকবে। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সব সময় সতর্ক থাকার নির্দেশ দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক জাবেদ আমিন, ইভিপি ও হেড অব অপারেশনস সৈয়দ তৌহিদ হোসেন, পদ্মা ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ও এসইভিপি সাবিরুল ইসলাম চৌধুরী, আন্তর্জাতিক বিভাগের প্রধান ও এসভিপি এএসএম আসাদুল ইসলাম এবং ভিপি ও সিআইটিও মো: মোশাররফ হোসেন খান-সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category