• রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন

এসআইবিএলের ২২টি নতুন উপ-শাখা উদ্বোধন

Reporter Name / ৯৭ Time View
Update : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ২২টি নতুন উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর ব্যাংকের প্রধান কার্যালয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন উপ-শাখাগুলোর উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। স্বাগত বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, মানবসম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক, চিফ রেমিট্যান্স কর্মকর্তা এবং প্রায়োরিটি ব্যাংকিং ইউনিটের প্রধান মো. মোশাররফ হোসাইন, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মো. মনিরুজ্জামান এবং ব্রাঞ্চেস কন্ট্রোল অ্যান্ড জেনারেল ব্যাংকিং বিভাগের প্রধান সাইফ আল-আমীন।
এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলোর ব্যবস্থাপক ও উপ-শাখার ইনচার্জসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নতুন ২২টি উপ-শাখা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কসবা, সিরাজগঞ্জের চান্দাইকোনার শেরপুর, বগুড়ার নন্দীগ্রাম, ময়মনসিংহের ফুলবাড়ীয়া, ঢাকার গুলিস্তান, মেরাদিয়া, বেরাইদ, ওয়ারী, গরীব-ই-নেওয়াজ এভিনিউয়ের রানাভোলা, কেরানীগঞ্জের শুভাঢ্যা, নাটোরের চাঁচকৈড়, দিনাজপুরের রানীর বন্দরের পাকেরহাট।
আরও রয়েছে- গাজীপুরের সালনা বাজার, নড়াইলের কালিয়ার চাচুড়ী বাজার, রংপুরের ধাপ, গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাণীগঞ্জ বাজার, কিশোরগঞ্জের মিঠামইন, ভৈরবের সরারচর, কুমিল্লার নায়েরগাঁওয়ের মলয় বাজার, বরিশালের বাকেরগঞ্জ, জামালপুরের ইসলামপুর এবং চট্টগ্রামের চাতরীতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category