আগামী ২ অক্টোবর শনিবার নিউইয়র্কে শুরু হচ্ছে ‘সিটি আর্টিস্ট কর্পস গ্র্যান্টী’ শিল্পী টিপু আলম-এর একক কার্টুন প্রদর্শনী “কার্টুন আনবক্স“। জ্যাকসন হাইটস ৭৪ স্ট্রিটের প্রিমাভেরা গ্যালারীতে শনি-রবি দু’দিনব্যাপী এ প্রদর্শনী চলবে বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত। বাংলাদেশী আমেরিকান টিপু আলমের পড়াশোনা চিত্রকলায়। ঢাকা ইউনিভার্সিটির চারুকলা থেকে বিএফএ এবং আমেরিকার সিটি ইউনিভার্সিটি অফ নিউইয়র্ক, লেহম্যান কলেজ থেকে এমএফএ ডিগ্রি অর্জন করেছেন। শিল্পকলায় প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরুর আগ থেকেই টিপু কার্টুনিস্ট হিসাবে আত্মপ্রকাশ করেন। বাংলাদেশের প্রথম সারির পত্রিকায় টিপুর কার্টুন ছাপা হয়েছে। টিপুর কার্টুনের বিষয় বরাবরই বাংলাদেশ ও বাঙালি।প্রবাস জীবনেও সে চর্চা অব্যাহত রেখেছেন। এর সাথে যোগ হয়েছে আমেরিকা ও বিশ্ব রাজনীতি। নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা পত্রিকাগুলোতে তিনি নিয়মিত কার্টুন আঁকছেন। জ্যাকসন হাইটসের প্রিমাভেরা গ্যালারীতে (৩৭-০৭ ৭৪ স্ট্রিট) হবে টিপু আলমে দ্বিতীয় একক কার্টুন প্রদর্শনী। ২০২০ সালে তার প্রথম একক কার্টুন প্রদর্শনী ‘এক কার্টন কার্টুন’ অনুষ্ঠিত হয় ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের আর্ট গ্যালারীতে।