যুবরাজ চৌধুরী,চট্টগ্রাম, বাংলাদেশ থেকে
এপেক্স ক্লাব অব বাংলাদেশের জাতীয় পিকনিক অনুষ্ঠিত হলো। ৮ইঅক্টোবর ২০২১পার্বত্যজেলা রাঙ্গামাটির নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো হীরক জয়ন্তী। আজ ৯ অক্টোবর এপেক্স ক্লাব অব বাংলাদেশের জাতীয় পিকনিক ও নৌবিহার।
রাঙ্গামাটির ভিবিন্ন দর্শনীয় স্থান নৌবিহারের মাধ্যমে সুভলং, প্যাদাটিংটিং, শিলার ডাক ঝর্ণা ও পাহাড়ের কোলঘেষে কাপ্তাই লেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছে এপেক্স সদস্যরা। পিকনিকের নির্ধারিত স্থান রাঙ্গামাটির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হার্টিকালচার সেন্টার বালুখালীতে সমাপনী ঘোষণা করেন এপেক্স বাংলাদেশের প্রেসিডেন্ট এপেক্সিয়ান নিজাম উদ্দিন পিন্টু।
দুপরের খাবার খেয়ে আমরা আবার রাঙ্গামাটি হয়ে চট্টগ্রামের উদ্দেশ্য রওনা হবো।
নয়নাভিরাম প্রাকৃতিক সোন্দর্যে মুগ্ধ হয়েছেন সবাই।
এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সারাদেশের প্রায় চারশতাধিক এপেক্সিয়ান। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বগুড়া এপেক্স ক্লাবের সভাপতি ওয়াদুদ, চট্টগ্রাম এপেক্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম এবং এপেক্স ক্লাব চট্টগ্রামে সিনিয়র সহ সভাপতি জিয়াউল হক জিল্লু।
সদস্যরা বিশেষ ভাবে উপভোগ করেন কুড়িগ্রাম সিনিয়র জেলা ও দায়রা জজ আবদুল মান্নানের মনমাতানো গান।