মোহাম্মদ আবদুল্লাহ চুয়াডাঙ্গা থেকে
প্রাণ এর মোড়ক ব্যবহার করে নকল চিপস তৈরীর কারখানার সন্ধান পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযুক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন স্থানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। চুয়াডাঙ্গা শহরের রেলগেটে অবস্থিত অনন্যা ফুডস্ এ অনুমোদনহীন ও নিম্নমানের চিপস তৈরীর অপরাধে ঐ প্রতিষ্ঠান কে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সূত্রে জানা যায়,বাজার থেকে হুবহু প্রাণ জিরোস চিপস এর প্যাকেট কিনে এনে চুয়াডাঙ্গা শহরের অনন্যা ফুডস হতে বাজারজাত করা হচ্ছে নিম্নমানের চিপস।এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বিএসটিআই এর অনুমোদন না থাকায়,প্যাকেটের গায়ে নিউট্রশন ফ্যাক্টস ভ্যালুর প্রমাণপত্র না থাকা ও প্রাণ কোম্পানির নকল মোড়ক ব্যবহার করে নিম্নমানের চিপস তৈরীর অপরাধে অভিযুক্ত প্রতিষ্ঠান কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশে পুলিশ লাইন ও সদর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা কাজে সহযোগিতা করেন।
|