আকবর হায়দার কিরন
এই ভোর…..এই আলো…
যথারীতি আমার ঘুম ভাংলো ভোর সাডে পাঁচটায়।ওই সময়টায় আমি হতনদন্ত হয়ে হাসপাতালের পথে রওয়ানা দেই! যদিও ভোর… আমি ভোরের দিকে তাকাই না! আমার চোখ থাকে হাইওয়ের দিকে। হাইওয়েতে তখন শত শত গাড়ি। সবাই কাজে যাচ্ছে।কফির কাপে চুমুক দিতে দিতে কখনো মাঝলেনে কখনোবা বামলেনে গাড়ি চালাই!
সবার কি ব্যস্ততা!
আমরা কেবলই ছুটছি!
আমরা কেবলই ছুটছি!
আজকের দিনটা ব্যতিক্রম।আমার কাজ নেই। আমি বেড়াতে এসেছি আটলান্টায়, আমার অগ্রজ নাজির সিনহা’র বাসায়।
ঘুম ভাংতেই চলে কফি হাতে এলাম ব্যাকইয়ারডে।চেয়ারে বসে কফি খেতে খেতে বহুদিন পরে উপভোগ করলাম ভোর!
দূরে সূর্যের আভাস…পাখিদের গান… গাছের পাতায় ফাঁকে ফাঁকে সূর্যের আলো! সবুজ প্রান্তরে শিশিরের আস্তরণ!
আহা…. কি সুন্দর এই ভোর!
কি সুন্দর এই আলো!’
কি সুন্দর এই শিশির!
(ভিডিও দেখুন)
মনের কোনে উঁকি মারে পবিত্র কোরআনের সুরা আর-রাহমানের আয়াত:
‘ফাবি আইয়ে আলা ই রাব্বি কুমা তুকাজ্জিবান’
অর্থাৎ
‘এবং তোমরা তোমার রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে’!
অকসিজেন থেকে পানি… পানি থেকে ফলমূল … ফলমূল থেকে খাদ্য …. এই রংগীন ভোর….কোন নিয়ামতকেই অস্বীকার করা যায় না!
ভোরের প্রথম আলো আমাকে সে কথাই মনে করিয়ে দিল!
সিনহা মনসুর।