• রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২১ অপরাহ্ন

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নিউইয়র্কে প্রতিবাদ সভা

Reporter Name / ৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

— মাইন উদ্দিন আহমেদ
বাংলাদেশে সংঘটিত সাম্প্রতিক সাম্প্রদায়িক সন্ত্রাসের নিন্দা জানিয়ে আমেরিকা-ভিত্তিক কয়েকটি সংগঠন গতকাল বুধবার নিউইয়র্কের জ্যাকসন হাইটে এক প্রতিবাদ সভার আয়োজন করে।
জ্যাকসন হাইটের ডাইভার্সিটি প্লাজায় আয়োজিত এ অনুষ্ঠানে যে সমস্ত সংগঠনের নেতা ও কর্মীগণ অংশগ্রহন করেন সেগুলো হচ্ছে ‘সেক্টর কমান্ডার্স ফোরাম- মুক্তিযুদ্ধ ৭১ যুক্তরাষ্ট্র’, ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ’, ‘বাংলাদেশ লিবারেশান ওয়ার ভেটেরান্স ১৯৭১ ইউএসএ’ এবং ‘মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম ফোরাম যুক্তরাষ্ট্র’। এ সংগঠনগুলো সম্মিলিতভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সর্বজনশ্রদ্ধেয় জনাব হারুন হাবীব।
অংশগ্রহনকারী সংগঠনসমূহের নেতৃবৃন্দ বর্তমানে বাংলাদেশে বিরাজমান সাম্প্রদায়িক অস্হিরতা পর্যালোচনা করেন এবং এর প্রতি নিন্দা জ্ঞাপন করেন।
প্রধান অতিথি হারুন হাবীব বলেন, বাংলাদেশের আদর্শিক অবস্হানই হচ্ছে এমন যে, সেখানে প্রত্যেক ধর্মের মানুষ তার নিজের ধর্ম অবাধে পালন করবে। বঙ্গবন্ধু নির্ধারিত বাংলাদেশের এই নীতিই হচ্ছে ধর্মনিরপেক্ষতা। সুতরাং বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাতের কোন স্হান নেই। তিনি এ বিষয়ে সরকারের বলিষ্ঠ পদক্ষেপের প্রশংসা করেন।  অন্যান্য বক্তাগণ বাংলাদেশে যাতে কোন সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এ ব্যাপারে সবাইকে সাবধান করেন।
এই অনুষ্ঠান শেষ হবার পর একই স্হানে আরেকটি সভার আয়োজন করে ‘প্রবাসী বাংলাদেশী আমেরিকান’ এ নামের একটি সংগঠন। এদের শ্লোগান ছিলো, “সাম্প্রদায়িক সংঘাত রুখে দাঁড়াও বাংলাদেশ”। এ অনুষ্ঠানে উপস্হিত প্রায় সবাই সাম্প্রদায়িকতাকে নিন্দা জানিয়ে বক্তব্য রেখেছেন।
***


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category