মোহাম্মদ আবদুল্লাহ চুয়াডাঙ্গা থেকে
চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরও ৩ জন। সোমবার (২৫ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ঘোড়ামারা সেতুর অদূরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক নিহত-আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। এর কিছুক্ষণ পর আরও একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও তিনজন আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, সোমবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি মোড়ে তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। তার মধ্যে একটি মোটরসাইকেল দাঁড়িয়ে থাকা আলমসাধুকে ধাক্কা দেয়।
এতে ওই মোটরসাইকেলের চালক ও আলমসাধুর যাত্রীসহ পাঁচজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে মারা যান এক মোটরসাইকেলচালক। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলমসাধুর এক যাত্রী।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উৎপলা বিশ্বাস জানান, হাসপাতালে নেয়ার আগেই মারা যান একজন। কিছুক্ষণ পর আরও একজনের মৃত্যু হয়। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।