বগুড়ার আদমদীঘি সান্তাহার পৌরশহরে হিরোইন গাঁজা সেবনকালে তিনজন গ্রেপ্তার হয়েছে। রোববার দুপুরে বিভিন্ন স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “খ ” সার্কেল সদস্যরা অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন। পরিভ্রমণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায় গ্রেপ্তারকৃত মাদকসেবীদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার দক্ষিণ গনিপুর লেবু মিয়ার ছেলে মারুফ(২৫), সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনির মাসুদ রানা ছেলে বুলবুল ইসলাম(২০), ও নতুন বাজার মহল্লার রুহুল আমিনের ছেলে হাফিজুল ইসলাম। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে সান্তাহার সার্কেল নাজিম উদ্দিন জানান রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা মাদকবিরোধী অভিযানে শান্তাহার পৌর শহরে হিরোইন ও গাঁজা সেবনের দায়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে মোবাইলে কোর্টের মাধ্যমে গাজা সেবী মারুফা বুলবুল কে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করেন এবং হাফিজুল কে হিরোইন সেবনের দায়ে ১৫ দিনের জেল ও ১০০ টাকা জরিমানা করা হয়।
সম্পাদক : মো: মশিউর রহমান মজুমদার ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 37-20 73rd Street 1E, Jackson Heights, NY 10458।
মোবাইল : +1 415-850-7998 । ইমেইল : arthakantha@yahoo.com।